
ক্যাপশন : বৃহস্পতিবার রাবি’র শহীধ তাজউদ্দীনআহমদ সিনেটভবনে ‘জাতীয় পদার্থবিজ্ঞান সম্মেলনে’ বক্তৃতা করেন রাবি উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব -টিডিএম।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দুই দিনব্যাপী জাতীয় পদার্থবিজ্ঞান সম্মেলন শুরু হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে প্রধান অতিথি হিসেবে সম্মেলন উদ্বোধনের কথা ছিল শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী প্রফেসর এম আমিনুল ইসলামের। অনিবার্য কারণবশত তিনি উপস্থিত হতে না পারায় তার পক্ষে বাংলাদেশ ফিজিক্যাল সোসাইটির কোষাধ্যক্ষ ড. মোহাম্মদ নজরুল ইসলাম খান উদ্বোধন এবং লিখিত বক্তব্য উপস্থাপন করেন।
বাংলাদেশ ফিজিক্যাল সোসাইটি আয়োজিত সম্মেলনের প্রতিপাদ্য হচ্ছে ‘ইনিগমা এন্ড বিউটি’।
সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ‘চেয়ার’ ও ‘কো-চেয়ার’ ছিলেন যথাক্রমে বাংলাদেশ ফিজিক্যাল সোসাইটির সভাপতি ড. মো. শওকত আকবর ও রাবি পদার্থবিজ্ঞান বিভাগের সভাপতি প্রফেসর এম খলিলুর রহমান খান।
অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন রাবি উপাচার্য বিশিষ্ট পদার্থবিজ্ঞানী প্রফেসর সালেহ্ হাসান নকীব। পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন রাবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন ও উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান। বাংলাদেশ ফিজিক্যাল সোসাইটির সহ-সভাপতি প্রফেসর এ কে এম আকতার হোসাইন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এবং সোসাইটির সাধারণ সম্পাদক প্রফেসর রতন চন্দ্র ঘোষ ধন্যবাদ জ্ঞাপন করেন।
দুই দিনব্যাপী এই সম্মেলনে ১টি প্লিনারি সেশন ও ১৯টি একাডেমিক সেশনে পদার্থবিজ্ঞান ও সংশ্লিষ্ট বিষয়ে প্রায় ১২০টি প্রবন্ধ এবং ১টি পোস্টার সেশনে ১১৬টি পোস্টার উপস্থাপিত হবে। প্লিনারি সেশনে রাবি পদার্থবিজ্ঞান বিভাগের প্রফেসর ইমেরিটাস ড. অরুণ কুমার বসাক ও ড. এ কে এম আহজারুল ইসলাম বক্তৃতা করেন। সম্মেলনে প্রায় ২০০ শিক্ষক-গবেষক ও পদার্থবিজ্ঞানী অংশ নিচ্ছেন।
মেসেঞ্জার/আনিসুজ্জামান/তুষার