ঢাকা,  মঙ্গলবার
১৮ মার্চ ২০২৫

The Daily Messenger

রামগঞ্জে দুর্বৃত্তের আগুনে পুড়লো ২হাজার মুরগির বাচ্চা

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি

প্রকাশিত: ১৬:১৮, ৮ ফেব্রুয়ারি ২০২৫

রামগঞ্জে দুর্বৃত্তের আগুনে পুড়লো ২হাজার মুরগির বাচ্চা

ছবি : মেসেঞ্জার

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার একটি পোলট্রি খামারে আগুন দিয়ে ২হাজার মুরগির বাচ্চা পুড়িয়ে মারার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে ভুক্তভোগীর বাবা মুনছুর আহমেদ বাদী হয়ে রামগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

শুক্রবার রাত আনুমানিক ২টার দিকে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ৭নং কাওয়ালিডাঙ্গার পূর্বপাড়া দীঘির পাড় সংলগ্ন বড় বাড়িতে এ ঘটনা ঘটে। এতে ফার্মের মুরগির বাচ্চাসহ আংশিক অবকাঠামো পুড়ে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত রাশেদ আলম।

খামারের মালিক রাশেদ আলম জানান, শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে মুরগির খামার থেকে বাসায় যাই। ২টার সময় আগুন জ্বলতে দেখেন আমার জ্যাঠাতো ভাই সুমন ও তার স্ত্রী। তাদের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসেন। এলাকাবাসী পাশের পুকুরে থাকা পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে ফার্মে থাকা ২হাজার মুরগির বাচ্চা আগুনে পুড়ে ছাই হয়ে যায়।

তিনি আরো জানান, ঋণ নিয়ে ফর্মটি গড়ে তুলি। দুর্বৃত্তের আগুনে আমার স্বপ্ন পুড়ে ছাই হয়ে যায়। আমি এর বিচার চাই।

ভুক্তভোগীর জ্যাঠাতো ভাই সুমন জানান, রাত ১টা পর্যন্ত সবকিছু ঠিকঠাক ছিল। ২টার পর হঠাৎ দেখি আগুন জ্বলছে। এটি একটি পরিকল্পিত শত্রুতার জের ধরেই দুর্বৃত্তরা এমন ঘটনা ঘটিয়েছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।

রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল বাশার জানান, এই ঘটনায় একটি অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগীর পরিবার। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মেসেঞ্জার/জাকির/তুষার