
ছবি : মেসেঞ্জার
অমর একুশে ফেব্রুয়ারি উপলক্ষে ভাষা আন্দোলন ভাষা সৈনিকদের সংবর্ধনা, গুণীজন সম্মাননা, সাংগঠনিক দক্ষতা ও সমাজসেবার বিশেষ অবদানের জন্য সার্ক কালচারাল ফোরাম ও একুশে স্মৃতি সংসদ কর্তৃক একুশে স্মৃতি পদক ২০২৫ পেলেন রাঙামাটি কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি জনাব লোকমান আহমেদ।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ঢাকাস্থ বিজয়নগর হোটেল অরনেট এ এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে লোকমান আহমেদ এর হাতে একুশে স্মৃতি পদক - ২০২৫ তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি অর্থ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন।
সার্ক কালচারাল ফোরাম ও একুশে স্মৃতি সংসদ এর সভাপতি এটিএম মোমতাজুল করিম এর সভাপতিত্বে পদক বিতরণ অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক হামিদা খানম।
এসময় বিশেষ অতিথি হিসেবে মিতু গ্রুপের এমডি মো. মশিউর রহমান চৌধুরী, সালভার এগ্রো ফার্মার এমডি মো. আব্দুস সাত্তারসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
একুশে স্মৃতি পদক ২০২৫ প্রাপ্তিতে মহান সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া আদায় করে কাপ্তাই উপজেলা বিএনপি'র সম্মানিত সভাপতি লোকমান আহমেদ এই প্রতিবেদককে বলেন, আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা, স্বাধীনতার পর থেকে ১৯৮৫ সাল পর্যন্ত একটানা ৪ বার কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং কাপ্তাই উপজেলার ১ম নির্বাচিত সফল চেয়ারম্যান এবং তৎকালীন কাপ্তাই রাজনৈতিক জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম আলহাজ্ব আব্দুল শুক্কুর সারাজীবন মানুষের সেবা করে এসেছেন। ছোটবেলা থেকে আমি বাবার শিক্ষা পেয়েছি। সেই শিক্ষাকে কাজে লাগিয়ে আমিও সমাজের মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি এবং রাজনীতির বাহিরেও নানা সামাজিক সংগঠনের সাথে নিজেকে সম্পৃক্ত রেখে কাজ করে যাচ্ছি। আমৃত্যু আমি মানুষের পাশে থেকে সমাজে ভালো কিছু করার প্রতিশ্রুতি দিচ্ছি। সেই সাথে আমি সবার সহযোগিতা কামনা করছি।
মেসেঞ্জার/তুষার