ঢাকা,  মঙ্গলবার
১৮ মার্চ ২০২৫

The Daily Messenger

রাজশাহী বিভাগের পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আইজিপির মতবিনিময়

স্টাফ রিপোর্টার, রাজশাহী

প্রকাশিত: ২০:০৯, ১০ ফেব্রুয়ারি ২০২৫

রাজশাহী বিভাগের পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আইজিপির মতবিনিময়

ক্যাপশন : সোমবার (১০ ফেব্রুয়ারি) রাজশাহীতে বিভাগের পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আইজিপি বাহারুল আলম মতবিনিময় করেন    -টিডিএম।

রাজশাহী বিভাগের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সদর দপ্তরের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন আইজিপি।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। সভায় রাজশাহীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং নিরাপত্তা ব্যবস্থাকে আরও সুসংহত করতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় আইজিপি বর্তমানে সারাদেশের অস্থিতিশীলতা প্রতিরোধে ‘অপারেশন ডেভিল হান্ট’ ফলপ্রসূ করতে বিভিন্ন দিকনির্দেশনা দেন।

আরএমপি সদর দপ্তরে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, রাজশাহী জেলার পুলিশ সুপার ফারজানা ইসলামসহ রাজশাহী বিভাগের পুলিশের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এর আগে আইজিপি আরএমপি সদর দপ্তরে পৌঁছালে তাঁকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিটিটিসি) মোহাম্মদ রকিবুল হাসান ইবনে রহমানের নেতৃত্বে একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন।

মেসেঞ্জার/আনিসুজ্জামান/তুষার