ঢাকা,  বুধবার
৩০ এপ্রিল ২০২৫

The Daily Messenger

গাইবান্ধার পলাশবাড়ীতে বাস চাপায় নারী পথচারী নিহত

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশিত: ১৯:০৮, ২৬ ফেব্রুয়ারি ২০২৫

গাইবান্ধার পলাশবাড়ীতে বাস চাপায় নারী পথচারী নিহত

ছবি : মেসেঞ্জার

গাইবান্ধার পলাশবাড়ীতে যাত্রীবাহী বাস চাপায় জোসনা বেগম (৫৫) নামে এক নারী পথচারী নিহত হয়েছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে এগারোটায় পলাশবাড়ী গাইবান্ধার আঞ্চলিক মহাসড়কের মাঠেরহাট নামক স্থানে এ দুর্ঘটনায় ঘটে।

নিহত জোসনা বেগম (৫০) পার আমলাগাছী গ্রামের মেহের আলীর স্ত্রী। পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ জুলফিকার আলী জানান রাস্তা পারাপারের সময় আলিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস চাপায় ওই মহিলার মৃত্যু হয়।

এলাকাবাসী ও র‍্যাবের সহায়তায় বাসটি আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মেসেঞ্জার/সিয়াম/তুষার