ঢাকা,  বুধবার
৩০ এপ্রিল ২০২৫

The Daily Messenger

আন্তর্জাতিক নারী দিবসে কাপ্তাইয়ে নানা কর্মসূচি

রিপন মারমা, কাপ্তাই (রাঙামাটি)

প্রকাশিত: ১৬:৫৫, ৮ মার্চ ২০২৫

আন্তর্জাতিক নারী দিবসে কাপ্তাইয়ে নানা কর্মসূচি

ছবি : মেসেঞ্জার

‘অধিকার, সমতা, ক্ষমতায়ন; নারী ও কন্যার উন্নয়ন’ প্রতিপাদ্য সামনে রেখে কাপ্তাই উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে নানা কর্মসূচির মধ্য দিয়ে চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের সহযোগিতায় শনিবার (৮মার্চ) আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে উপজেলা সম্মেলন কক্ষ 'কিন্নরী'তে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা মহিলা বিষয়ক অফিসের ছালেহ আহম্মদ সেলিম এর সঞ্চালনায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিনি চাকমা'র সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্বরুপ মুহুরী।

এ সময় তিনি বলেন, বর্তমানে সমাজের সকল ক্ষেত্রে নারীদের ভূমিকা অনস্বীকার্য। তাদেরকে বাদ দিয়ে সমাজের উন্নয়ন সম্ভব নয়। তাই তাদেরকে শ্রদ্ধা ও সম্মান করতে হবে।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী তথ্য অফিসার মো. দেলোয়ার হোসেন। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের উইমেন এন্ড গার্লস এমপাওয়ারমেন্ট থ্রো ইনক্লুসিভ এডুকেশন প্রজেক্টের উপজেলা শিক্ষা ফ্যাসিলিটেটর মংসিং ইউ মারমা। চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতাল কমিউনিটি হেলথ প্রোগ্রাম ম্যানেজার বিজয় মারমা।

এসময় উপজেলার বিভিন্ন সংগঠন থেকে নারী, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, চন্দ্রঘোনা খ্রিষ্টিয়ান হাসপাতালের কমিউনিটি হেলথ প্রোগ্রামের মাসাং মারমা, ওয়াংশাং মারমা, রুপক বারুই, মাইকেল জয়থর, জোসনা আক্তার প্রমুখ।

এর আগে, উপজেলা বিভিন্ন এনজিও সংস্থার প্রতিনিধি কর্মিদের, এলাকার সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে এক র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা অডিটোরিয়ামে এসে শেষ হয়।

মেসেঞ্জার/তুষার