
ছবি : মেসেঞ্জার
শনিবার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস পালন উপলক্ষে হিল ফ্লাওয়ার এনজিও‘র আয়োজনে বিলাইছড়ি উপজেলার সদর ইউনিয়ন পরিষদ হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
‘অধিকার, সমতা, ক্ষমতায়ন; নারী ও কন্যার উন্নয়ন’ প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভায় উপজেলা প্রকল্প সমন্বয়কারী জ্যোতি বিকাশ চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ইউপি নারী সদস্য বলাকা রানী চাকমা, কার্বারী থুইপ্রু মারমা, গণমাধ্যমকর্মী সুজন কুমার তঞ্চঙ্গ্যা ও অসীম চাকমা এবং উপ-সহকারী কৃষি কর্মকর্তা বিভূতিভূষণ চাকমা। স্বাগত বক্তব্য রাখেন প্রকল্প স্ট্যাফ চিনু মারমা।
বক্তারা আন্তর্জাতিক নারী দিবসের সফলতা কামনা করে বলেন, মেয়ে শিশুকে শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার মাধ্যমে নারীদের অধিকার, সমতা ও ক্ষমতায়ন নিশ্চিত করা সম্ভব। পাশাপাশি এই বিষয়ে পুরুষদেরও নারীদের পাশে দাড়াঁতে হবে এবং এই চর্চা আমাদের পরিবার থেকে শুরু করতে হবে। তবেই সমাজ তথা দেশ এগিয়ে যাবে।
এর আগে দিবসটি পালনের অংশ হিসেবে একটি বর্ণাঢ্য র্যালিও অনুষ্ঠিত হয়।
মেসেঞ্জার/তুষার