ঢাকা,  শুক্রবার
০৯ মে ২০২৫

The Daily Messenger

বরিশালে বাস ও মাহিন্দ্রা শ্রমিকদের দ্বন্দ্ব, অভ্যন্তরীণ ১৭ রুটের বাস চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

প্রকাশিত: ১৯:১৭, ৮ মার্চ ২০২৫

বরিশালে বাস ও মাহিন্দ্রা শ্রমিকদের দ্বন্দ্ব, অভ্যন্তরীণ ১৭ রুটের বাস চলাচল বন্ধ

ছবি : মেসেঞ্জার

বরিশালে বাস ও মাহিন্দ্রা শ্রমিকদের দ্বন্দ্বের জেরে নগরীর রুপাতলী বাস টার্মিনাল থেকে প্রায় ১৭ টি রুটে বাস চলাচল বন্ধ করেছে রূপাতলী বাস মালিক ও শ্রমিকরা।

রুপাতলী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল কালাম চৌধুরী জানায়, শনিবার (৮ মার্চ) বেলা সাড়ে ১১ টায় বরিশালের দপদপিয়ার খয়রাবাদ সেতু এলাকার চেকপোষ্টে আলফা মাহিন্দ্রা শ্রমিকরা বাস মালিক সমিতির লাইন সম্পাদকসহ বেশ কয়েকজনের উপর হামলা করে। এ ঘটনায় রূপাতলী বাস শ্রমিকরা গিয়ে তাদের আহত অবস্থায় উদ্ধার করে।

এ ঘটনার প্রতিবাদে বেলা ১২ টার পর থেকে হামলাকারিদের গ্রেপ্তারের দাবী তুলে বরিশালের রূপাতলী বাস টার্মিনাল থেকে অভ্যন্তরীণ প্রায় ১৭ টি রুটে বাস চলাচল বন্ধ করে দেয় রূপাতলী বাস মালিক ও শ্রমিকরা। হামলাকারীদের আইনের আওতায় না আনা হলে তাদের এই কর্মবিরতি অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এদিকে বাস চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পরেছেন এই রুটের চলাচলকারী যাত্রীরা।

মেসেঞ্জার/পান্থ/তুষার