
ছবি : মেসেঞ্জার
‘অধিকার, সমতা, ক্ষমতায়ন; নারী ও কন্যার উন্নয়ন’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিলাইছড়িতে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে।
শনিবার (৮ মার্চ) উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এর আয়োজনে এবং জাতীয় মহিলা সংস্থার সহযোগিতায় দিবসটি উপলক্ষে উপজেলা কনফারেন্স কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিলাইছড়ি থানার অফিসার ইনচার্জ মানস বড়ুয়া, এলজিইডি’র উপজেলা প্রকৌশলী আলতাফ হোসেন, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান।
উপ-সহকারী কৃষি কর্মকর্তা রুবেল বড়ুয়া’র সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন জাতীয় মহিলা সংস্থার অফিস সহকারী সাধন তঞ্চঙ্গ্যা, এছাড়াও বক্তব্য রাখেন দ্যা ডেইলি ম্যাসেন্জার ও দৈনিক রাঙামাটি পত্রিকার বিলাইছড়ি প্রতিনিধি অসীম চাকমা, WGEIE প্রকল্পের টেকনিক্যাল অফিসার চন্দন ত্রিপুরা ও অংশগ্রহণকারী দুইজন নারী।
বক্তারা বলেন, প্রায় এক শতাব্দী ধরে আজকে পর্য়ন্ত নারীদের অধিকার প্রতিষ্ঠার জন্য এই দিনটি পালন করতে হচ্ছে। তারা বলেন, অন্যান্য কর্মজীবীদের নির্দিষ্ট সময়ের পর ছুটি আছে, কিন্তু পরিবারের কাজ করার জন্য নারীদের কোন ছুটি নেই। সকাল থেকে না ঘুমানোর আগ পর্য়ন্ত তারা একটানা কাজ করেই যায়। তাই তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য পরিবার থেকে আগে শুরু করতে হবে।
এজন্য নারীদের শিক্ষার অধিকার, অর্থনৈতিক স্বাধীনতার অধিকার, মতামত প্রদানের অধিকার ও আইনি সুরক্ষার অধিকারগুলো নিশ্চিত করতে হবে তবেই নারীদের উন্নয়ন সম্ভব। কারণ অধিকার প্রতিষ্ঠিত না হলে সমতা নিশ্চিত হবেনা, আর সমতা নিশ্চিত করা না গেলে ক্ষমতায়ন সম্ভব নয়। আর নারীদের ক্ষমতায়িত করা না গেলে সমাজ তথা রাষ্ট্রে নারী ও কন্যার উন্নয়ন সম্ভব নই। পরিশেষে আন্তর্জাতিক নারী দিবসের সফলতা কামনা করা হয়।
এদিকে রাঙামাটি জেলা পরিষদ ও ERRD-CHT, UNDP যৌথভাবে বাস্তবায়নাধীন Women & Girls Empowerment through Inclusive Education in CHT (WGEIE) প্রকল্প থেকেও দিবসটি পালনে পৃথক ব্যানারে সরকারী দপ্তরসমূহের সাথে সমন্বয় রেখে সভায় অংশগ্রহণ করে। এর আগে তারা নারীদের অংশগ্রহণে একটি র্যালিও আয়োজন করে।
মেসেঞ্জার/তুষার