ঢাকা,  বুধবার
৩০ এপ্রিল ২০২৫

The Daily Messenger

বিলাইছড়ি ইউএনও’র বাজার মনিটরিং

অসীম চাকমা, বিলাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি

প্রকাশিত: ১৬:১৬, ৯ মার্চ ২০২৫

বিলাইছড়ি ইউএনও’র বাজার মনিটরিং

ছবি : মেসেঞ্জার

শনিবার (৮ মার্চ) দুপুরে বিলাইছড়ি উপজেলায় নতুন যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন বিলাইছড়ি বাজার মনিটরিং করেছেন।

বাজার মনিটরিংকালে তিনি দ্রব্যমূল্য সহনীয় রাখা, সয়াবিন তেলের মজুদ ও বিক্রয়মূল্য, মূল্য তালিকা সংরক্ষণ ও মেয়াদোত্তীর্ণ পণ্য না রাখা ইত্যাদি বিষয়াদি যাচাই করেন। যাচাইকালে পণ্য ক্রয়-বিক্রয়ের কিছু অসামঞ্জস্য পেলেও ভবিষ্যতে যাতে সঠিকভাবে মূল্য তালিকা প্রদর্শন ও পণ্য ক্রয়ের ভাউচার সংরক্ষণ করা হয় তার জন্য নির্দেশনা দেন।

এ সময় বিলাইছড়ি থানার অফিসার ইন-চার্জ মানস বড়ুয়া, এলজিইডি উপজেলা প্রকৌশলী আলতাফ হোসেন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (ভাঃ) মিজানুল হক, উপ-সহকারী কৃষি কর্মকর্তা রুবেল বড়ুয়া ছাড়াও বিলাইছড়ি উপজেলার গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।

মেসেঞ্জার/তুষার