ঢাকা,  শুক্রবার
০৯ মে ২০২৫

The Daily Messenger

বোরহানউদ্দিনে পেট্রোল বোমায় দগ্ধ প্রবাসীর অবস্থা আশঙ্কাজনক

সাঈদ পান্থ, বরিশাল

প্রকাশিত: ১৬:৪০, ৯ মার্চ ২০২৫

বোরহানউদ্দিনে পেট্রোল বোমায় দগ্ধ প্রবাসীর অবস্থা আশঙ্কাজনক

ছবি : মেসেঞ্জার

পেট্রোল বোমায় গুরুতর আহত অবস্থায় বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন ভোলার বোরহানউদ্দিন উপজেলার এক প্রবাসী। সন্ত্রাসীরা পেট্রোল বোমা মেরে তার শরীরের অর্ধেকাংশ দগ্ধ করে দিয়েছে। শুধু ওই ব্যক্তিই নয় তার স্ত্রীকেও কুপিয়ে যখম করা হয়েছে। কেটে নেওয়া হয়েছে দুটি আঙুল।

গত মঙ্গলবার (৪ মার্চ) বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ১ নং ওয়ার্ডের এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় মজিবুল হককে বরিশাল শেবাচিম হাসপাতালে ও তার স্ত্রী ফিরোজা বেগমকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় বোরহানউদ্দিন থানায় তিনবার মামলা করতে গেলেও মামলা নেয়নি পুলিশ।

আহত মজিবুল হক ও তার স্বজনরা জানান, পার্শ্ববর্তী বাড়ির সাথে জমি নিয়ে ২০১৩ সাল থেকে ঝামেলা চলছিল মজিবুল হকের। এরই জের ধরে তার বাড়িতে কয়েকবার চুরি সংগঠিত হয়। সর্বশেষ গত মঙ্গলবার তার স্ত্রীর উপরে হামলা চালায় সন্ত্রাসী মোহাম্মদ আলী, নিহাদসহ কিশোর গ্যাং।

এ সময় মজিবুল হকের স্ত্রী ফিরোজা বেগমের দুটি আঙুল কেটে ফেলে সন্ত্রাসীরা। তার ডাক চিৎকার শুনে তার স্বামী ছুটে গেলে শরীরে পেট্রোল বোমা মেরে দগ্ধ করে দেয়। পরে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

ডাক চিৎকার শুনে স্থানীয়রা তাদের উদ্ধার করে একজনকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স ও মজিবুল হককে গুরুতর আহত অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়।

আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য বরিশালের চিকিৎসকরা তাকে ঢাকায় রেফার করে। শনিবার রাতে মজিবুল হককে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। তবে এই ঘটনায় বোরহানউদ্দিন থানায় তিনবার মামলা করতে গেলেও মামলা নেয়নি থানা পুলিশ।

মেসেঞ্জার/তুষার