
ছবি : মেসেঞ্জার
রাঙামাটির রাজস্থলী উপজেলায় ২ নং গাইন্দ্যা ইউনিয়নের কাইথাকপাড়া এলাকার বাগানে প্রসবকালে অসুস্থ হয়ে একটি বন্য হাতি ও তার শাবক মারা গেছে।
মঙ্গলবার (১১ মার্চ) বেলা ৩ টার দিকে ময়নাতদন্ত শেষে মা হাতি ও শাবকটিকে মাটিচাপা দেওয়া হয়।
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, গত কয়েক সপ্তাহ ধরে রাজস্থলী উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের গহীনড় বনের হাজী পাড়া, তংবসি পাড়া, নোয়াপাড়া সর্বশেষ কাইথাকপাড়া এলাকায় একদল বন্য হাতি আসে। ধারণা করা হচ্ছে, দুইদিন আগে কাইথাকপাড়া এলাকায় হাতিটির প্রসবকালে একটি শাবকসহ হাতিটি মারা গেছে।
রাজস্থলী উপজেলা প্রাণিসম্পদ বিভাগের সহকারী চিকিৎসক চিরজিৎ চাকমা বলেন, মা হাতিটি প্রসবকালে শাবক দেওয়ার সময় যন্ত্রণায় কাতর হয়ে অসুস্থ হয় পরে শাবকসহ হাতিটি মারা গেছে।
কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের রাজভিলা রেঞ্জ কর্মকর্তা ফারজ আল আমিন বলেন, উপজেলার কাইথাকপাড়া পাহাড়ে একটি মেয়ে হাতি মারা যাওয়ার খবর পেয়ে বেলা একটার দিকে বন বিভাগ, প্রাণিসম্পদ কার্যালয়ের সহকারী চিকিৎসকসহ ঘটনাস্থলে যান তিনি। পরে ময়নাতদন্ত শেষে হাতি ও শাবকটি মাটিচাপা দেওয়া হয়।
রেঞ্জ অফিসার ফারজ আল আমিন আরও বলেন, হাতির শরীরে কোনো গুলি বা আঘাতের চিহ্ন নেই। সেখানে বিদ্যুতের ফাঁদও নেই। চিকিৎসকেরা বলছেন, বাচ্চা প্রসবকালে অসুস্থ হয়ে হাতিটি মারা গেছে।
উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের সহকারী চিকিৎসক চিরনিজৎ চাকমা বলেন, হাতিটি বাচ্চা দেওয়ার সময় যন্ত্রণায় ছটফট করতে করতে মা হাতিটি বাচ্চাসহ মারা গেছে। এর বয়স ২০ বছরের উপরে হতে পারে। মৃত হাতিটির ওজন ৩ টন ও দৈর্ঘ্য ১০/১২ ফুট। দুইদিন আগে হাতিটি মারা গেছে বলে ধারণা করা হচ্ছে।
এ ব্যাপারে রাজস্থলী থানায় বন বিভাগের উদ্যাগে সাধারণ ডায়রি করা হয়েছে বলে বন বিভাগ নিশ্চিত করেছেন।
মেসেঞ্জার/তুষার