ঢাকা,  বুধবার
৩০ এপ্রিল ২০২৫

The Daily Messenger

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে বিলাইছড়িতে অবহিতকরণ ও পরিকল্পনা সভা

বিলাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৫৪, ১১ মার্চ ২০২৫

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে বিলাইছড়িতে অবহিতকরণ ও পরিকল্পনা সভা

ছবি : মেসেঞ্জার

মঙ্গলবার (১১ মার্চ) জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২৫ উপলক্ষে বিলাইছড়িতে এক অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় পুষ্টিসেবা, স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়নাধীন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আয়োজনে নিজ সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রশাসক তানভীর হোসেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুরজিত দত্ত এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা অসীম চাকমা। স্বাগত বক্তব্য রাখেন মেডিকেল অফিসার ডাঃ দেলোয়ার হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, এটি টেকনিক্যাল কোন কাজ নয়। শুধু মূখে একটা ক্যাপসুল খাওয়ানো, তাই এটি আমাদের নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, আমাদের কাজ হলো সরকারের সকল সেবা জনগণের কাছে পৌঁছে দেয়া।

এসময় বক্তারা আরও বলেন, উপজেলায় ৯৬ কেন্দ্রে মোট ৪৩২০ জন শিশুকে ভিটামিন 'এ' প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এর লক্ষ্য পূরণে যাতে একটি শিশুও বাদ না পড়ে সতর্ক থাকার সবাইকে অনুরোধ করা হয়। এর পাশাপাশি স্বাস্থ্য ‍বার্তাসমূহ পৌঁছে দেওয়ার জন্য বলা হয়।

মেসেঞ্জার/অসীম/তুষার