ঢাকা,  বৃহস্পতিবার
১৭ এপ্রিল ২০২৫

The Daily Messenger

লোহাগাড়ায় মার্কেট-শপিং সেন্টারে প্রশাসনের মনিটরিং, ৮ প্রতিষ্ঠানকে জরিমানা

রায়হান সিকদার, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৫৪, ১৯ মার্চ ২০২৫

লোহাগাড়ায় মার্কেট-শপিং সেন্টারে প্রশাসনের মনিটরিং, ৮ প্রতিষ্ঠানকে জরিমানা

ছবি : মেসেঞ্জার

পবিত্র রমজান মাস উপলক্ষে খাদ্য নিরাপত্তা নিশ্চিত ও ঈদের বাজারে ভোক্তার অধিকার নিশ্চিতকল্পে জামা, জুতা, থ্রিপিছ, লুঙ্গি, প্যান্ট  ইত্যাদির দোকানে বাজার দর মনিটরিং করতে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়নে বটতলী শহরের বেশ কয়েকটি মার্কেট-শপিং মল মনিটরিং করেছে উপজেলা প্রশাসন। এ সময় ৮ প্রতিষ্ঠানকে ৫২হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।

বুধবার (১৯মার্চ) সকালে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইনামুল হাছান এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন লায়েল।

এ সময় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, ঈদের বাজারে জামা, জুতা, থ্রিপিছ, লুঙ্গি, প্যান্ট ইত্যাদির দাম বেশি রাখা হয় কি-না সে বিষয় মনিটরিং করা হয়। যে সমস্থ দোকানে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য তালিকা প্রদর্শিত ছিল না তাদেরকে দ্রুত সময়ে মূল্য তালিকা প্রদর্শনের জন্য বলা হয়েছে সেই সাথে তাদেরকে সতর্ক করা হয়।

এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এশিয়া গার্মেন্টসের স্বত্বাধিকারী মোহাম্মদ আবছারকে ৫হাজার টাকা, রাজস্থানের স্বত্বাধিকারী মোহাম্মদ নাজিমকে ২০হাজার টাকা, মনে রেখ এর স্বত্বাধিকারী মোস্তাক আহমেদ কে ৫ হাজার টাকা, দুবাই জোনের স্বত্বাধিকারী  মোহাম্মদ ইউনুচকে ২ হাজার টাকা, শৈশবের স্বত্বাধিকারী মোহাম্মদ নাজমুলকে  ২হাজার টাকা, দুবাই বোরকা হাউজের স্বত্বাধিকারী মোহাম্মদ শওকতকে ১০হাজার টাকা, চমক শাড়িজ এর স্বত্বাধিকারী মোস্তফা কামালকে ৫হাজার টাকা এবং মোহাম্মদীয়া শাড়িজ এর স্বত্বাধিকারী আবুল বাশারকে ৩হাজার টাকাসহ মোট ৮টি প্রতিষ্ঠানকে ৫২হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইনামুল হাছান বলেন, পণ্যের অতিরিক্ত মূল্য কোনভাবেই নেওয়া যাবে না। সেই সাথে কেনা দামের সাথে সমন্বয় রেখে পণ্য বিক্রয় করতে হবে। বিভিন্ন মার্কেট ও শপিং মলসহ  ঈদের বাজার মনিটরিং করেছি।

পণ্যের দাম বেশি নেওয়ায় ৮টি প্রতিষ্ঠানকে পৃথকভাবে ৮টি মামলায়  ৫২হাজার টাকা জরিমানা প্রদান করা হয়। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

মেসেঞ্জার/তুষার