ঢাকা,  শুক্রবার
০৯ মে ২০২৫

The Daily Messenger

প্রয়োজনীয় সংস্কার করেই নির্বাচন দিতে হবে : ড. মাওলানা কেরামত আলী

স্টাফ রিপোর্টার, রাজশাহী

প্রকাশিত: ২০:৪০, ১৯ মার্চ ২০২৫

প্রয়োজনীয় সংস্কার করেই নির্বাচন দিতে হবে : ড. মাওলানা কেরামত আলী

ছবি : মেসেঞ্জার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগর আমীর ড. মাওলানা কেরামত আলী বলেছেন, ‘প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম সম্পন্ন করেই জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। সংস্কার না করে নির্বাচনে গেলে জাতির ভাগ্যের পরিবর্তন হবে না। এজন্য নির্বাচন হোক এটি আমরা চাই, তবে নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কার আমাদের করতেই হবে। জাতির স্বার্থে যেগুলো সংস্কার খুব জরুরি সেগুলো আগে করতে হবে।’

বুধবার (১৯ মার্চ) বিকালে রাজশাহী মহানগর জামায়াতের উদ্যোগে নগরীর একটি রেস্টুরেন্টে সাংবাদিকদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে সভাপতির বক্তব্য তিনি এসব কথা বলেন।

ড. কেরামত আলী বলেন, ‘ফ্যাসিবাদী শক্তি যদি আবার এসে যায়, তাহলে কিন্তু এ জাতির ভাগ্যের পরিবর্তন হবে না। তাই আগামী দিনে কোন ফ্যাসিবাদী শক্তি যেন আমাদের মাথার উপরে আসতে না পারে। পরাজিত শক্তি যারা দেশ ছেড়ে পালিয়ে গেছে, তারা আর কোনদিন যেন বাংলাদেশের মাটিতে এসে ভিত্তিস্থাপন করতে না পারে, সেই জায়গাটি আমরা আর কোনদিন দেখতে চাই না।’

জামায়াতের রাজশাহী মহানগর সহকারী সেক্রেটারি অধ্যক্ষ শাহাদাৎ হোসাইনের সঞ্চালনায় ইফতার মাহফিলে বক্তব্য দেন রাজশাহী মহানগর ভারপ্রাপ্ত সেক্রেটারি অধ্যক্ষ মাহাবুবুল আহসান বুলবুল, দৈনিক সংগ্রামের স্পেশাল করেসপন্ডেন্স সরদার আব্দুর রহমান, বিশিষ্ট কথাসাহিত্যিক সাংবাদিক ডা. নাজিব ওয়াদুদ, এডিটরর্স ফোরাম রাজশাহীর সভাপতি দৈনিক সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলী, রাজশাহী মহানগরী জামায়াতের শিল্প ও বাণিজ্য সম্পাদক সারওয়ার জাহান প্রিন্স, সাংগঠনিক সেক্রেটারি জসিম উদ্দিন সরকার, প্রচার ও মিডিয়া সেক্রেটারী আশরাফুল আলম ইমন প্রমুখ।

এসময় বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

মেসেঞ্জার/আনিসুজ্জামান/তুষার