
ক্যাপশন : বৃস্পতিবার (২০ মার্চ) দুপুরে ক্রাফট ইন্সট্রাক্টরদের ৩০ শতাংশ পদোন্নতির রায় বাতিলের দাবিতে পরীক্ষা বর্জন করে বিক্ষোভ, মানববন্ধন ও সমাবেশ করে রংপুর পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীরা -টিডিএম।
ক্রাফট ইন্সট্রাক্টরদের ৩০ শতাংশ পদোন্নতির রায় বাতিলের দাবিতে পরীক্ষা বর্জন করে বিক্ষোভ, মানববন্ধন ও সমাবেশ করেছে রংপুর পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে পলিটেকনিক শিক্ষার্থীরা বিক্ষোভ নিয়ে ডিসি অফিসে যায়। এসময় তারা ডিসি অফিস ক্যাম্পাসে মানববন্ধন ও বিক্ষোভ করে। এসময় শিক্ষার্থীদের পাশাপাশি একাত্মতা ঘোষণা করে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রংপুর জেলা কমিটির আহবায়ক ইমরান আহমেদ।
এসময় বক্তারা বলেন, ক্রাফট ইন্সট্রাক্টররা কারিগরি ব্যাকগ্রাউন্ডের না, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ল্যাবের সহকারী কর্মচারী। তারা মূলত অষ্টম শ্রেণি কিংবা এসএসসি পাস। তাদের ডিপ্লোমার শিক্ষক হওয়ার কোনো যোগ্যতা নেই। তারা যদি ডিপ্লোমা ইনস্টিটিউটের শিক্ষক হন, তাহলে ডিপ্লোমা ছাত্ররা কতটুকু শিখবে। জুনিয়র ইন্সট্রাক্টর শুধুমাত্র ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের জন্য। ক্রাফট ইন্সট্রাক্টরদের জুনিয়র ইন্সট্রাক্টর হিসেবে প্রমোশন দেওয়ার সিদ্ধান্ত কারিগরি সেক্টর ধ্বংসের পাঁয়তারা। অবিলম্বে এই সিদ্ধান্ত মানা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
পরে শিক্ষার্থীরা দাবি আদায়ে ডিসির কাছে স্মারকলিপি দেন।
মেসেঞ্জার/মান্নান/তুষার