ঢাকা,  বৃহস্পতিবার
০৩ জুলাই ২০২৫

The Daily Messenger

পটিয়ায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে উপজেলা শিক্ষা কর্তৃপক্ষের সাথে সনাকের মতবিনিময় সভা

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: ১৯:১৪, ২০ মার্চ ২০২৫

পটিয়ায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে উপজেলা শিক্ষা কর্তৃপক্ষের সাথে সনাকের মতবিনিময় সভা

ছবি : মেসেঞ্জার

সচেতন নাগরিক কমিটি (সনাক) টিআইবি পটিয়া এর উদ্যোগে বৃহস্পতিবার (২০ মার্চ) প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে পটিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্তৃপক্ষের সাথে মতবিনিময় সভা উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পটিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বিশ্বজিৎ কর্মকার।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আলা উদ্দীন ও আশীষ কুমার ধর, সাবেক সনাক সভাপতি অধ্যাপক অজিত কুমার মিত্র, সনাক সহ-সভাপতি শীলা দাশ, সাংবাদিক আবদুর রাজ্জাক, টিআইবির এরিয়া কোর্ডিনেটর এ.জি.এম. জাহাঙ্গীর আলম, ইন্টার্ন অদিতি দাশ, নিলয় বড়ুয়া, গৈড়লা সরকারি প্রাথমিক বিদ্যালয় এসিজি সমন্বয়ক জয়রাম সুশীল মিশু, শহীদ শাহ আলম সরকারি প্রাথমিক বিদ্যালয় এসিজি সমন্বয়ক মোহাম্মদ রিয়াজ, ইয়েস দলনেতা অনির্বান পালিত, সহ-দলনেতা শাওন বড়ুয়া।

শুরুতেই পটিয়া উপজেলার নির্বাচিত ৪ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সনাকের চলমান প্যাকটা প্রকল্পের অধীনে পরিচালিত কার্যক্রম, অগ্রগতি ও চ্যালেঞ্জ তুলে ধরেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির এরিয়া কোর্ডিনেটর এ.জি.এম. জাহাঙ্গীর আলম। চলমান কার্যক্রমে শিক্ষা কর্তৃপক্ষের সার্বিক সহযোগিতায় অর্জিত অগ্রতিতে সন্তোষ প্রকাশ করে বিদ্যমান চ্যালেঞ্জ দূরীকরণে কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করা হয়।

বিশেষ করে বিদ্যালয়ে শিক্ষকের শূন্যপদ পূরণ, বিদ্যালয়ে আগমন-প্রস্থান সময় মেনে চলা, নিয়মিত প্রাত্যহিক সমাবেশ আয়োজন, শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি, নিয়মিত অভিভাবক সমাবেশ আয়োজন, হোম ভিজিট বৃদ্ধি, মাল্টিমিডিয়া ক্লাস বৃদ্ধি, রিডিং পড়ার উপর গুরুত্ব প্রদান, নিয়মিত মেধা বিকাশে মূল্যায়ন, কাবদল সক্রিয় রাখাসহ নানা বিষয়ের উপর গুরুত্বারোপ করা হয়।

মুক্ত আলোচনায় অংশ নিয়ে বক্তারা বলেন, প্রাথমিক শিক্ষা হলো জাতির শিক্ষার ব্যবস্থার মূল ভিত্তি। এ ভিত্তি মজবুত করতে সব ধরনের সরকারি নির্দেশনা প্রাথমিক বিদ্যালয়ে বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ ও মনিটরিং জোরদার করা জরুরি। একই সাথে স্থানীয় শিক্ষাবান্ধব ব্যক্তিবর্গকে বিদ্যালয়ের কার্যক্রমে সম্পৃক্ত করার মাধ্যমে বিদ্যালয়ের সমস্যা সমাধানে প্রধান শিক্ষককে ভূমিকা পালন করতে হবে।

সভাপতির বক্তব্যে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিশ্বজিৎ কর্মকার বলেন, প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে সরকার বদ্ধপরিকর। পটিয়া উপজেলা প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সনাক-টিআইবির সুপারিশ বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেয়া হবে।

পিছিয়ে থাকা সব শিক্ষা প্রতিষ্ঠানের গুণগত মানোন্নয়নে প্রয়োজনীয় নির্দেশনা ও মনিটরিং জোরদার করা হবে।

মেসেঞ্জার/রানা/তুষার