ঢাকা,  বৃহস্পতিবার
০৩ জুলাই ২০২৫

The Daily Messenger

ভিসা বাতিল ও বিদেশে পালানো সংক্রান্ত সব কনটেন্ট গুজব : ডিবি প্রধান 

স্টাফ রিপোর্টার 

প্রকাশিত: ১৬:৩২, ৪ জুন ২০২৩

ভিসা বাতিল ও বিদেশে পালানো সংক্রান্ত সব কনটেন্ট গুজব : ডিবি প্রধান 

ফাইল ছবি

পুলিশসহ প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের দেশ ছেড়ে পালানো নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া কনটেন্টগুলোকে ‘গুজব’ বলে আখ্যায়িত করেছেন গোয়েন্দা পুলিশ প্রধান অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ। 

সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এমন কয়েকটি কনটেন্টে দেখা যায় সরকারি কর্মকর্তাদের অনেকেই দেশের বাইরে গিয়ে আর ফিরবেন না, ডিবি প্রধানের সিঙ্গাপুরের ভিসা বাতিল করা হয়েছে, তিনি সেখানে গ্রেপ্তার হয়েছেন। 

এই সংক্রান্ত বিষয়ে তিনি রোববার (৪ মে) দুপুরে মিন্টো রোডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের বলেন, একজন সরকারি কর্মকর্তার বিদেশ যাওয়ার ছুটি পেতে অনেক দিন লাগে। অনেক স্তর পার হতে হয়। আমার কাছে মনে হয়, যারা এসব করছে তারা ভিউ বাড়ানোর জন্য করছে। এতে তারা টাকা পাবে। আর সিঙ্গাপুর কেন, যেকোনো রাষ্ট্রেই ভ্রমণ ভিসায় যাওয়া যায়। এক্ষেত্রে কারও ভিসার মেয়াফ উত্তীর্ণ হতেই পারে। তাহলে কি সেটি বাতিল হয়ে গেল? আর আমার জানামতে, এখন অব্দি এ ধরণের কোনো ঘটনা ঘটেনি। 

ডিবি প্রধান আরও বলেন, আমরা যারা সরকারি চাকরি করি আমাদেরও পরিবার আছে, আমাদেরও বিশেষ প্রয়োজন আছে। আমাদেরও ছুটির প্রয়োজন হয়। কেউ যদি মনে করে যে এ ধরনের ভিডিও বানিয়ে পুলিশের মনোবল ভেঙে দেবে, তাহলে তারা আসলে বোকার স্বর্গে বাস করছে। 

সম্প্রতি নিজের ও স্ত্রীর চিকিৎসার জন্য সিঙ্গাপুর যেতে ১৩ দিনের ছুটি নিয়েছেন ডিবিপ্রধান হারুন। ছুটি মঞ্জুরের আদেশটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে সেটি নিয়ে নানা কনটেন্ট তৈরি শুরু হয়। 

টিডিএম/এসএনই