ঢাকা,  শনিবার
২৭ জুলাই ২০২৪

The Daily Messenger

রংপুরে নাশকতার মামলায় ৫ জন কারাগারে

রংপুর ব্যুরো

প্রকাশিত: ২০:৫৯, ৭ ফেব্রুয়ারি ২০২৪

আপডেট: ২১:০০, ৭ ফেব্রুয়ারি ২০২৪

রংপুরে নাশকতার মামলায় ৫ জন কারাগারে

ছবি : মেসেঞ্জার

নাশকতার মামলায় রংপুর মহানগর যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের পাঁচ নেতার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।

বুধবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে রংপুর মহানগর হাকিম আমলি আদালত (কোতোয়ালি এবং পরশুরাম) এর বিচারক তাদের জামিন আবেদন নাকোচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালতের পিপি জানান, নাশকতা জ্বালাও পোড়াও ভাঙচুর রাষ্ট্রবিরোধী বিভিন্ন তৎপরতার অভিযোগের মামলায় রংপুর মহানগর যুবদলের আহ্বায়ক নুরুন্নবী চৌধুরী মিলন, মহানগর স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক ইমরান হোসেন, মহানগর ছাত্রদলের আহ্বায়ক ইমরান খান সুজন ও যুগ্ম আহ্বায়ক তমাল হোসেনকে কোতোয়ালী আমলী আদালতে এবং ২ নং ওয়ার্ড যুবদল আহ্বায়ক সাদিকুল ইসলামকে পরশুরাম আমলি আদালতে উপস্থিত হয়ে জামিন প্রার্থনা করেন।

আদালত শুনানি শেষে তাদের জামিন আবেদন না মঞ্জুর করেন। পরে তাদেরকে রংপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

এদিকে পুলিশ তাদেরকে আদালতের কাঠগড়া থেকে বের করে হাজতখানায় নিয়ে যাওয়ার সময় হাতকড়া পড়া অবস্থাতেই মিছিল দেয়। রায়কে সরকারের তোষামোদী রায় দাবী করে।

আসামি পক্ষের আইনজীবী আফতাব হোসেন জানান, এই রায় সরকারের তোষামোদি রায়। এতে ন্যায়বিচার প্রতিফলিত হয়নি। এর বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।

মেসেঞ্জার/মাজহারুল/আপেল