ঢাকা,  শনিবার
০৪ মে ২০২৪

The Daily Messenger

কারিগরি শিক্ষা বোর্ড চেয়ারম্যানের স্ত্রী কারাগারে

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ২১:৪৯, ২৩ এপ্রিল ২০২৪

কারিগরি শিক্ষা বোর্ড চেয়ারম্যানের স্ত্রী কারাগারে

সেহেলা পারভীনের জামিন শুনানির জন্য বুধবার (২৪ এপ্রিল) দিন ধার্য করেছেন আদালত। ছবি: সংগৃহীত

সনদ জালিয়াতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার কারিগরি শিক্ষা বোর্ডের সদ্য সাবেক চেয়ারম্যান মো. আলী আকবর খানের স্ত্রী সেহেলা পারভীনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৩ এপ্রিল) দুদিনের রিমান্ড শেষে সেহেলা পারভীনকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা লালবাগ গোয়েন্দা বিভাগের পরিদর্শক মো. আমিরুল ইসলাম কারাগারে আটক রাখার আবেদন করেন।

অপরদিকে আসামিপক্ষে জামিন আবেদন করা হয়। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতাউল্লাহর আদালত সেহেলা পারভীনকে কারাগারে পাঠানোর আদেশ দেন। একই সঙ্গে জামিন শুনানির জন্য বুধবার (২৪ এপ্রিল) দিন ধার্য করেন।

এর আগে গত ২১ এপ্রিল সেহেলা পারভীনের দুদিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট।

ওইদিন আদালতে পুলিশের দেয়া রিমান্ড আবেদনে বলা হয়, মামলায় গ্রেফতার আসামি কারিগরি শিক্ষা বোর্ডের সিস্টেম এনালিস্ট কে এম শামসুজ্জামানকে পরিদর্শন শাখা থেকে কম্পিউটার সেলের সিস্টেম অ্যানালিস্ট হিসেবে পোস্টিংয়ের জন্য সাড়ে লাখ টাকা এবং পরবর্তী সময়ে জাল সার্টিফিকেট তৈরি করলে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না মর্মে তিন লাখ টাকা সেহেলা পারভীনকে দিয়েছেন।

মর্মে আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন কে এম শামসুজ্জামান।

মেসেঞ্জার/হাওলাদার

dwl
×
Nagad

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_07/tp4l1yw3zz9u/public_html/bangla/details.php on line 700