ঢাকা,  শুক্রবার
২৩ মে ২০২৫

The Daily Messenger

লা রিভের ঈদ ফ্যাশন শো ২০২৪

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ১৯:৩৬, ৭ মার্চ ২০২৪

লা রিভের ঈদ ফ্যাশন শো ২০২৪

ছবি : সৌজন্য

লা রিভের ঈদ কালেকশন লঞ্চ হয়েছে আগেই। গত ৫ মার্চ রাজধানী ঢাকার গুলশান-লিঙ্ক রোডে অবস্থিত আলোকি কনভেনশন সেন্টারের গ্রান্ড বলরুমে অনুষ্ঠিত হয়ে গেল লা রিভের অফিসিয়াল ঈদ ফ্যাশন শো ২০২৪। লা রিভের প্রধান নির্বাহী পরিচালক মন্নুজান নার্গিস, রিভ গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম রেজাউল হাসান, লা রিভের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা, ফ্যাশন বোদ্ধা, প্রেস ও প্রিন্ট মিডিয়ার গুনী সাংবাদিকগণ ও শুভানুধ্যায়ীরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

লা রিভের ঈদ কালেকশনে এবারের থিম ইন্ডালজেন্স বা মগ্নতা। ঈদের মত উৎসবে জীবনের ছোট ছোট আনন্দে মগ্ন হওয়ার খুশি ও উচ্ছাসকেই রঙ, ডিজাইন ও প্যাটার্নে ফুটিয়ে তুলেছে ব্র‌্যান্ডটি। একই সাথে উপস্থাপনায় এসেছে লা রিভের ফ্যামিলি কালেকশন, নারী, পুরুষ, টিন ও শিশুদের পোশাক সংগ্রহ। লা রিভের ব্র‌্যান্ড এক্সক্লুসিভ লেবেল-নার্গিসাসের উপস্থাপনাও মুগ্ধতা ছড়িয়েছে সবার মাঝে।

উদ্বোধনী বক্তব্যে লা রিভের প্রধান নির্বাহী পরিচালক মন্নুজান নার্গিস বলেন, ”লা রিভ ঈদ কালেকশন ২০২৪ এ সিল্ক ও মসলিনের অসাধারণ যুগলবন্দী ঘটেছে এবার। ফুটি কার্পাস তুলা থেকে তৈরি মসলিন এবং রেশমগুটি থেকে তৈরি সিল্ক আধুনিক বুননকৌশলের মাধ্যমে নানান রূপ পেয়েছে। লা রিভ সবসময় তার কাস্টমারকে উৎসব, অনুষ্ঠান, আবহাওয়া এবং কোয়ালিটিতে  সবচেয়ে সেরা পোশাকটিই উপহার দেয়ার চেষ্টা করে। এবারের ঈদে গ্রীষ্মের দাবদাহ থাকবে। তাই, উৎসবের আমেজকে ধরে রাখতে সিল্কের লাক্সারি, এবং গ্রীষ্মের প্রখর তেজ কমাতে ভিসকোসের কমফোর্ট ব্লেন্ড করে সম্পূর্ণ নতুন ধরনের একটি কাপড় তৈরি করেছি আমরা। এই কাপড়টি হলো সিল্ক-ভিসকোস ব্লেন্ড, এই ঈদে শুধু লা রিভেই এই নতুন ঘরানার কাপড়টি পাওয়া যাবে।” সামনেও কাপড় নিয়ে এমন আরো অনেক নিরীক্ষামূলক কাজ করার আশা ব্যক্ত করেন তিনি।

ফ্যাশন শো’র কিউ শুরু হয় ফ্যামিলি কালেকশন দিয়ে। সেখানে পরিবারের সবার জন্য ম্যাচিং ডিজাইনের পাশাপাশি স্বতন্ত্র পার্টি-স্টাইলগুলোও উঠে আসে। বাবা ছেলে মা মেয়ে টিন ছেলে ও মেয়ের জন্য ঈদের  পাঞ্জাবি, শাড়ি, সালোয়ার কামিজ, লং টিউনিক, কামিজ, টিন পাঞ্জাবি, সালোয়ার কামিজ ও টিউনিক উপস্থাপন করা হয়। কোর এথনিক অংশে ছিলো পাঞ্জাবি, শাড়ি ও সালোয়ার কামিজ। লা রিভের ডিজাইনগুলোর অন্যতম বৈশিষ্ট্য, ফিউশন কিউতে দেখা গেছে নারী ও কিশোরীদের পার্টি গাউন ও টিউনিক। ঈদের ক্যাজুয়াল ও সেমি এথনিক অনুষ্ঠানে পরার উপযোগি টিউনিক উইথ শ্রাগ,কামিজ, লং-স্লিভ শার্ট, লং-টিউনিক, বিজনেস ক্যাজুয়াল শার্ট উঠে আসে পরের কিউতে। কোর ক্যাজুয়াল সেগমেন্টে দেখা গেছে টিশার্ট, পোলো, টপস, টিউনিক, উভেন টপ, টিউনিক উইথ কেপ, হেনলি টিশার্ট। পরিবারের ছোট সদস্যের পোশাকও বাদ পড়েনি। এক্সক্লুসিভ লেবেল নার্গিসাস থেকে ক্যাজুয়াল-ওয়ার হিসেবে টপ, টপ বটম সেট, শার্ট, কামিজ ডিসপ্লে করা হয়। পুরুষের কালেকশনে বিশেষ নজর কেড়েছে প্রিমিয়াম পাঞ্জাবি, কটি ও কাবলি সেটের বৈচিত্র্য। সবশেষে তুলে ধরা হয় সিল্ক, মসলিন ও পার্টি-উপযোগি গাউন, টিউনিক ও সালোয়ার কামিজ সেটে সাজানো নার্গিসাস এথনিক কালেকশন।

লা রিভ ঈদ কালেকশন ইতিমধ্যে পৌঁছে গেছে ঢাকা, নারায়নগঞ্জ, চট্টগ্রাম, রাজশাহী, সিলেটের সব স্টোরে। শীঘ্রই লোক-সংস্কৃতির তীর্থস্থান ময়মনসিংহে উদ্বোধন হতে যাচ্ছে লা রিভের ২০তম স্টোর। ঘরে বসেই ঈদ শপিং করতে ভিজিট করুন লা রিভের অনলাইন পোর্টাল www.lerevecraze.com, অথবা ডাউনলোড করুন লা রিভ অ্যাপ। এছাড়াও, মেসেঞ্জারে অর্ডার প্লেস করতে লগইন করুন www.facebook.com/lerevecraze

মেসেঞ্জার/সজিব