ঢাকা,  শনিবার
২৭ জুলাই ২০২৪

The Daily Messenger

প্রতি লিটারে ১০ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ১৩:০২, ১৬ এপ্রিল ২০২৪

আপডেট: ১৪:০০, ১৬ এপ্রিল ২০২৪

প্রতি লিটারে ১০ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম

ছবি : সংগৃহীত

প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১০ টাকা বেড়ে নতুন দাম হয়েছে ১৭৩ টাকা। ৫ লিটারের সয়াবিন তেল বিক্রি হবে ৮৪৫ টাকায়।

মঙ্গলবার (১৫ এপ্রিল) বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভোজ্যতেলের কাঁচামাল আমদানি, উৎপাদন পর্যায়ে গত ৭ ফেব্রুয়ারি জারিকৃত বিজ্ঞপ্তির মেয়াদ গত ১৫ এপ্রিল শেষ হয়েছে। ফলে ১৬ এপ্রিল থেকে বাজারে ভোজ্যতেল (পরিশোধিত পাম তেল এবং পরিশোধিত সয়াবিন তেল) ভ্যাট অব্যহতি পূর্ববর্তী মূল্যে সরবরাহ করা হবে।

মঙ্গলবার থেকে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হবে ১৭৩ টাকায়। এছাড়া বোতলজাত ৫ লিটার সয়াবিন তেল বিক্রি হবে ৮৪৫ টাকায়। আর প্রতি লিটার খোলা পাম তেলের দাম নির্ধারণ করা হয়েছে ১৩২ টাকা।

মেসেঞ্জার/ফামিমা