ঢাকা,  শুক্রবার
০৩ মে ২০২৪

The Daily Messenger

পুঁজিবাজারের পতন রোধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান বিনিয়োগকারীরা

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ২১:৫৯, ২৩ এপ্রিল ২০২৪

পুঁজিবাজারের পতন রোধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান বিনিয়োগকারীরা

ছবি: সংগৃহীত

পুঁজিবাজারের অব্যাহত পতন রোধে বিনিয়োগকারীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ চান বলে জানিয়েছে পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ।

মঙ্গলবার (২৩ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মতিঝিল ভবনের সামনে আয়োজিত এক মানববন্ধনে কথা জানায় সংগঠনটি।

বক্তারা বলেন, পুঁজিবাজারের অব্যাহত পতন রোধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ প্রয়োজন। চলমান সমস্যা সমাধান না হলে আগামী মঙ্গলবার (৩০ এপ্রিল) থেকে লাগাতার আন্দোলন কর্মসূচি গ্রহণ করা হবে।

অসাধু চক্রের কারসাজি বন্ধ করা না গেলে কখনোই পুঁজিবাজার আলোর মুখ দেখবে না বলেও জানান পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের নেতারা।

এর আগে গত ১৯ মার্চ ডিএসইর মতিঝিল ভবনের সামনে আয়োজিত এক মানববন্ধনে এক আন্দোলনকারী পতন ঠেকাতে না পারলে ঢাকা স্টক এক্সচেঞ্জের সামনে আত্মহত্যার হুমকি দেন।

মেসেঞ্জার/হাওলাদার

dwl
×
Nagad

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_07/tp4l1yw3zz9u/public_html/bangla/details.php on line 700