ছবি: সংগৃহীত
মেশিন দিয়ে তো ডিম বানানো যাবে না বলে মন্তব্য করেছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
সোমবার (১৪ অক্টোবর) রাজধানীর কারওয়ানবাজারে ডিম, ব্রয়লার মুরগিসহ অন্যান্য নিত্যপণ্যের দাম ও সরবরাহ পরিস্থিতি তদারকি শেষে এ কথা জানান বাণিজ্য উপদেষ্টা।
তিনি বলেন, বাজারে ডিমের চাহিদা সাড়ে চার থেকে পাঁচ কোটি। বাজারে চাহিদা অনুযায়ী সরবরাহ নেই। ডিম তো আর আমি মেশিন দিয়ে তৈরি করতে পারব না। বাজারে সরবরাহ নেই, তাই দাম বেড়েছে।
যারা দোকান বন্ধ রেখে ডিম বিক্রি করছে না ও সরবরাহ সংকট তৈরি করছে প্রয়োজনে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুশিয়ারি দিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, উৎপাদন কম হলে বাজার মনিটরিং করে কোন সুফল পাওয়া যাবে না।
মেসেঞ্জার/ফামিমা