ঢাকা,  সোমবার
০৭ জুলাই ২০২৫

The Daily Messenger

সুরমা চা বাগানে জাগোর স্কুলে ইংরেজি শিখছে চা শ্রমিক শিশুরা

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২০:৪৪, ৭ নভেম্বর ২০২২

সুরমা চা বাগানে জাগোর স্কুলে ইংরেজি শিখছে চা শ্রমিক শিশুরা

সুরমা চা বাগানে জাগো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা করভী রাকসান্দ ও স্ট্যান্ডার্ড চার্টার্ডের ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং করপোরেট অ্যাফেয়ার্সের প্রধান বিটপি দাস চৌধুরীসহ সংশ্লিষ্টরা।

হবিগঞ্জে সুরমা চা বাগানে জাগোর স্কুলে ইংরেজি শিখছে চা শ্রমিক শিশুরা শ্রেণি কক্ষে প্রবেশ করে দেখা গেলো, শিক্ষার্থীরা সবাই সামনের একটি বড় মনিটরের দিকে তাকিয়ে আছে। মনিটরে দেখা যাচ্ছে, এক শিক্ষিকা শিক্ষার্থীদের পাঠ বুঝিয়ে দিচ্ছেন। ওই শিক্ষিকা মূলত ঢাকায় বসে ক্লাস নিচ্ছেন, আর তার কথা হবিগঞ্জ জেলার মাধবপুরের সুরমা চা বাগানে অবস্থিত জাগো ফাউন্ডেশনের ডিজিটাল স্কুলে বসে ক্ষুদে ক্ষুদে শিক্ষার্থীরা শুনছেন।

আর তা বুঝিয়ে দিচ্ছেন স্কুলে কর্মরত শিক্ষকরা। জাগো ফাউন্ডেশনের উদ্যোগে এই অনলাইন স্কুল পরিচালনা করা হচ্ছে। এ স্কুলে ১ম থেকে ১০ শ্রেণি পর্যন্ত পাঠদানে ১৩ জন শিক্ষক রয়েছেন। প্রায় ২৮০ জন শিক্ষার্থী এ স্কুলে বিনা খরচে ইংরেজিতে পড়াশুনা শিখতে পারছে ছাত্র-ছাত্রীরা। প্রায় ৮ বছর পূর্বে এখানে স্কুলটি প্রতিষ্ঠা পায়। স্কুলে দরিদ্র পরিবারের সন্তানরা ভর্তি হয়ে সুশিক্ষা গ্রহণ করছেন।

রবিবার (৬ নভেম্বর) এ স্কুলের কার্যক্রম পরিদর্শনে আসেন জাগো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক করভী রাকসান্দ, স্ট্যান্ডার্ড চার্টার্ডের ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং করপোরেট অ্যাফেয়ার্সের প্রধান বিটপি দাস চৌধুরীসহ সংশ্লিষ্টরা। তারা স্কুলটি পরিদর্শন করে মুগ্ধ হন।জানা গেছে, ভিডিও কনফারেন্সে সিসকোর ওয়েব এক্সের মাধ্যমে উন্নত প্রযুক্তি ব্যবহার করে স্কুলে ক্লাস নেয়া হয়। সফটওয়্যারের মাধ্যমে ক্লাস নেয়া হলেও ওয়েব সফটওয়্যারটি বেশ ইন্টার্যা ক্টিভ হওয়াতে শিশুরা সহজেই ইংরেজি শিখতে পারছে।

জাগো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক করভী রাকসান্দ জানান, বিনা বেতনে এ স্কুলে পড়ার সুযোগ পাচ্ছে শিক্ষার্থীরা। ফলে অভিভাবকদের কোনো ব্যয় বহন করতে হয় না। নিজেদের খাতা-কলম, বই কোনো কিছুই কিনতে হয় না। অনলাইন স্কুলগুলোতেও ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সট বুক বোর্ড বাংলাদেশ সিলেবাসে স্কুলের পাঠদান হয়ে থাকে।

ডেইলি মেসেঞ্জার/এএইচএস