ঢাকা,  শনিবার
২৭ জুলাই ২০২৪

The Daily Messenger

স্মার্টফোন নিয়ে জাবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ, গ্রেপ্তার ১

জাবি প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৪১, ২৮ ফেব্রুয়ারি ২০২৪

আপডেট: ১৬:৩৯, ২৮ ফেব্রুয়ারি ২০২৪

স্মার্টফোন নিয়ে জাবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ, গ্রেপ্তার ১

ছবি: মেসেঞ্জার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষায় জীববিজ্ঞান অনুষদ ভুক্ত ঘ ইউনিটের ২য় শিফটের পরীক্ষা চলাকালীন স্মার্টফোন ব্যবহার করে উত্তর লেখার অপরাধে একজনকে  আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

বুধবার (২৮ ফেব্রুয়ারি) সমাজবিজ্ঞান অনুষদের ২৮২ নম্বর কক্ষে ঘ ইউনিটের দ্বিতীয় শিফটের পরীক্ষা চলাকালীন এ ঘটনা ঘটে। 

অসদুপায় অবলম্বনকারী ঐ ছাত্রের নাম সাজ্জাদ হোসেন মিরাজ। তার বাড়ি লক্ষ্মীপুর জেলায়।

কর্তব্যরত শিক্ষক অধ্যাপক ড. নজরুল ইসলাম জানান, ভর্তি পরীক্ষায় যেকোন ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার নিষিদ্ধ। সকল পরীক্ষার্থীকে বারবার নির্দেশনা দেওয়া হয়েছে। কিন্তু পরীক্ষা শুরু হলে দেখা যায় ঐ ছাত্র প্রবেশপত্রের নিচে মোবাইল রেখে গুগোলে সার্চ করে উত্তর লিখছিলেন। পরে আমাদের নজরে আসলে তার উত্তর পত্র বাতিল করা হয়। পরবর্তীতে তাকে প্রক্টোরিয়াল টিমের কাছে হস্তান্তর করা হয়। 

এ বিষয়ে প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান বলেন, প্রাথমিক জিজ্ঞাসায় ঐ ছাত্র অপরাধ স্বীকার করেছেন। আমরা ভ্রাম্যমাণ আদালতের কর্তব্যরত নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আশরাফুর রহমানকে জানিয়েছি ইতোমধ্যে বিষয়টি অবগত করেছি। তার শাস্তির বিষয়ে পরীক্ষার পরে ভ্রাম্যমাণ আদালত সিদ্ধান্ত নিবেন।

মেসেঞ্জার/তাওহীদ/মাহবুব