ছবি : মেসেঞ্জার
নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনা কম্পিউটার এন্ড ইনফোরম্যাটিক্স স্কিল ক্লাব (সিআইএসসি) কার্যনির্বাহী পরিষদের নতুন কমিটি গঠন। সিআইএসসি মনোনীত সভাপতি রাউফুন নাছিম খান চৌধুরী এবং সাধারণ সম্পাদক রবিউল ইসলাম।
এনইউবিটি খুলনার সিআইএসসি ক্লাব আগামী এক বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করেন, সোমবার (১ জুলাই) সি এস সি এডভাইজার ডিন রবিউল ইসলাম সাক্ষরিত একটি বিবৃতিতে। সিআইএসসি অন্যান্য পদে যারা মনোনীত হয়েছেন সহ- সভাপতি মিল্টন শিকদার, যুগ্ম- সম্পাদক মাইশা ফারিয়া হক ও আবদুল্লাহ আল মামুন, অর্থ সম্পাদক ওইশিক মন্ডল ও মো. সাইফুল ইসলাম, অফিস- সম্পাদক লামিয়া আহমেদ জিম ও শাকিল আহমেদ সৈকত, প্রকাশনা সম্পাদক ফাইরুজ আবিদা ও নাফিসা আনজুম, প্রচার সম্পাদক পিয়াস দাস রুদ্র ও ধিলন রায় এবং এডিটর সাহতাজ ইসলাম, চয়ন দাস, আহসান হাবীব ইমন।
সিআইএসসি সভাপতি রাউফুন নাছিম খান চৌধুরী বলেন, কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এর সংগঠন সিআইএসসি একটি অরাজনৈতিক এবং প্রযুক্তি ভিত্তিক সংগঠন। আমরা বিভিন্ন কর্মশালার মাধ্যমে ছাত্র-ছাত্রীদের দক্ষতা বিকাশ ও বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন এবং অংশগ্রহণের মাধ্যমে সংগঠনটি সামনে এগিয়ে নিয়ে যাব। সুষ্ঠু পরিকল্পনা ও শিক্ষকদের সহয়তার মাধ্যমে আমরা আমাদের লক্ষ্যগুলো বাস্তবায়ন করব।
মেসেঞ্জার/রাসেল/আজিজ