ঢাকা,  সোমবার
১৬ সেপ্টেম্বর ২০২৪

The Daily Messenger

টিয়ারগ্যাস ও রাবার বুলেটে আক্রান্ত সমাজকর্মী জুবায়ের

পবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ২০:৫০, ৬ আগস্ট ২০২৪

টিয়ারগ্যাস ও রাবার বুলেটে আক্রান্ত সমাজকর্মী জুবায়ের

ছবি : মেসেঞ্জার

গত আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ আন্দোলনে যোগ দেন তরুণ সমাজকর্মী মো. আবু জুবায়ের। পুলিশ আন্দোলনকারীদের উপর টিয়ারগ্যাস রাবার বুলেট ছুড়লে একপর্যায়ে টিয়ারগ্যাস রাবার বুলেটে আক্রান্ত হন জুবায়ের।

টিয়ারগ্যাস রাবার বুলেটের কারণে শুরু হয় শ্বাসকষ্ট বোমি। একপর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। আন্দোলনরত শিক্ষার্থীরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে প্রায় ঘন্টা যাবৎ অক্সিজেন চিকিৎসার পর কিছুটা সুস্থ হতে শুরু করেন।

পরবর্তীতে তাকে নিরাপত্তার স্বার্থে হাসপাতাল থেকে সরিয়ে নেওয়া হয়। এখন তিনি মোটামুটি সুস্থ আছেন বলে অবহিত করেছেন গণমাধ্যমকে।

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সন্তান তরুণ সমাজকর্মী মো. আবু জুবায়ের। সম্প্রতি তিনি ইন্টারন্যাশনাল ইয়ুথ লিডারশীপ এওয়ার্ড গ্লোবাল সোশ্যাল ইনফ্লুয়েন্সার এওয়ার্ড এর জন্য মনোনীত হয়েছেন।

জাতীয় বক্তৃতা প্রতিযোগিতা সহ অসংখ্য পুরষ্কার রয়েছে এই মেধাবী তরুণের ঝুলিতে। তরুণ হলেও নেতৃত্ব ভালো নেটওয়ার্কিং এর কারণে জুবায়ের এখন দেশ ছাড়িয়ে আন্তর্জাতিক পর্যায়ে পরিচিত মুখ।

দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন জুবায়ের।

মেসেঞ্জার/তুহিন/আপেল

×
Nagad