ঢাকা,  মঙ্গলবার
১৭ সেপ্টেম্বর ২০২৪

The Daily Messenger

পদত্যাগ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ২১:২৮, ১১ আগস্ট ২০২৪

পদত্যাগ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

ছবিঃ সংগৃহীত

পদত্যাগ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মশিউর রহমান। রবিবার (১১ আগস্ট) দুপুরে তিনি শিক্ষা মন্ত্রণালয়ে পদত্যাগপত্র পাঠিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগদান করেছেন। রাত পৌনে ৯টার দিকে সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদ থেকে অব্যহতি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগদান করেছি।

২০২১ সালের মে মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের এই অধ্যাপক জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছিলেন। এর আগে তিনি বিশ্ববিদ্যালয়টির উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

মেসেঞ্জার/অঞ্জন

×
Nagad