ঢাকা,  মঙ্গলবার
১৭ সেপ্টেম্বর ২০২৪

The Daily Messenger

কুয়েটের ভিসি ও প্রো-ভিসির পদত্যাগ

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ১৫:৪৮, ১২ আগস্ট ২০২৪

কুয়েটের ভিসি ও প্রো-ভিসির পদত্যাগ

ছবিঃ সংগৃহীত

খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মিহির রঞ্জন হালদার ও উপ-উপাচার্য (প্রো-ভিসি) অধ্যাপক ড. সোবহান মিয়া পদত্যাগ করেছেন।  

সোমবার (১২ আগস্ট) দুপুরে ব্যক্তিগত কারণ দেখিয়ে তারা পদত্যাগ করেন।

এর আগে গত রোববার সকালে কুয়েটের শিক্ষকদের একাংশ তাদের অপসারণের দাবিতে মিছিল এবং সমাবেশ করেন। তারা দ্রুত সময়ের মধ্যে তাদের পদত্যাগের জন্য আল্টিমেটাম দেন।

পরে বিকেলে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সভায় কুয়েটে ছাত্র, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হয়।

মেসেঞ্জার/অঞ্জন

×
Nagad