ঢাকা,  বুধবার
০৯ অক্টোবর ২০২৪

The Daily Messenger

কোটা আন্দোলনের স্লোগান নিয়ে বিতর্ক, শিক্ষার্থীদের তোপের মুখে সমন্বয়করা

ঢাবি প্রতিনিধি

প্রকাশিত: ১৯:০৯, ১৫ সেপ্টেম্বর ২০২৪

কোটা আন্দোলনের স্লোগান নিয়ে বিতর্ক, শিক্ষার্থীদের তোপের মুখে সমন্বয়করা

ছবি : মেসেঞ্জার

প্রায় এক মাসব্যাপি সরকারি চাকুুরিতে কোটা পূর্নবহালের বিরুদ্ধে আন্দোলন করছিলেন শিক্ষার্থীরা। শান্তিপূর্ণ এ আন্দোলন পরবর্তীতে সরকার পতনের আন্দোলনে রূপ নেয়। এর সূচনা হয় সোমবার(১৫ জুলাই) প্রথম প্রহরে। তৎকালিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেদিন শিক্ষার্থীরা ‘তুমি কে, আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানসহ নানা স্লোগানে শেখ হাসিনার বক্তব্যের প্রতিবাদ জানান। এবার সেই স্লোগান নিয়েই শুরু হয়েছে বিতর্ক।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়করা রবিবার (১৫ সেপ্টেম্বর) প্রথম প্রহরে একযোগে ‘কে রাজাকার? কে রাজাকার? তুই রাজাকার তুই রাজাকার’ স্লোগানটি এক যোগে নিজেদের ব্যাক্তিগত ফেসবুক একাউন্টে পোস্ট করেন। এরপরই বিষয়টি শিক্ষার্থীদের সমালোচনার মুখোমুখি হন সমন্বয়করা।

রবিবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আসিফ মাহমুদ, আবু বাকের মজুমদার, নুসরাত তাবাস্সুম ‘কে রাজাকার? কে রাজাকার? তুই রাজাকার তুই রাজাকার’ লিখে পোস্ট করেন। এদিকে আরেক সমন্বয়ক আব্দুল কাদের পোষ্ট করেন, ‘তুমি নও, আমি নই রাজাকার রাজাকার’।

এছাড়াও অন্যান্য সমন্বয়করা একই স্লোগান লিখে পোস্ট করেন। এসব পোস্টের কমেন্টে তাৎক্ষণিক প্রতিবাদ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ পোস্টের কমেন্টের এক শিক্ষার্থী লিখেন, ‘আন্দোলন করলাম এতকিছু দেখলাম কিন্তু আপনাদের পোস্ট করা এ স্লোগান জুলাই মাসে শুনি নাই। দু-মাস পার হতেই শহীদের রক্তের সাথে বেইমানি শুরু করেও দিয়েছেন? আরেক শিক্ষার্থী বলেন, ইতিহাস বদলানোর দুঃসাহস দেখাবেন না।

আলতাফ হোসেন নামের আরেকজন বলেন, ‘আওয়ামী লিগের ইতিহাস বিকৃতি আর আপনাদের বিকৃতি একই ধরনের।

উল্লেখ্য, মাসব্যাপি চলা শান্তিপূর্ণ কোটা আন্দোলনটি (১৫ জুলাই) রাতে ভিন্ন দিকে মোড় নেয়। রবিবার(১৪ জুলাই) সদ্য চীন ফেরত শেখ হাসিনা গণভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বলেন , ‘ সরকারি চাকুরিতে বীর মুক্তিযোদ্ধার নাতি-নাতনিরা কোটা সুবিধা পাবে না, তাহলে রাজাকারের  নাতি-নাতনিরা কোটা সুবিধা পাবে? শেখ হাসিনার এ বক্তব্যের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল হলের শিক্ষার্থীরা সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে প্রতিবাদ সমাবেশ করেন।

মেসেঞ্জার/নকিব/তারেক