ছবি: মেসেঞ্জার
চট্টগ্রাম অঞ্চলের ১৯০ জন অসচ্ছল শিক্ষার্থীকে প্রায় দুই কোটি পঞ্চাশ লক্ষ টাকার শিক্ষা বৃত্তি প্রদান করেছে সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম)। এ বৃত্তি আগামী ২.৫ বছর ধরে শিক্ষার্থীদের মাসিক ৪০০০ টাকা করে প্রদান করা হবে। আজ শুক্রবার (২৯ নভেম্বর ২০২৪) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এ কে খান আইন অনুষদের মিলনায়তনে এই বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
চট্টগ্রাম অঞ্চল থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম মেডিকেল কলেজ এবং রাঙ্গামাটি মেডিকেল কলেজসহ ৮টি পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের শিক্ষার্থীরা এই বৃত্তির আওতায় অন্তর্ভুক্ত।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিজেডএম-এর প্রধান নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ সরকারের সাবেক সচিব ড. মোহাম্মদ আইয়ুব মিয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহিয়া আখতার। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রফেসর ড. এ কে এম আবদুল কাদের এবং সিজেডএম-এর কর্পোরেট অ্যাফেয়ার্স বিভাগের প্রধান কর্নেল (অব.) মো. যাকারিয়া হোসাইন।
অনুষ্ঠানে সিজেডএম-এর বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। বক্তব্য প্রদানকালে প্রফেসর ড. এ কে এম আবদুল কাদের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “তোমাদের মধ্যে আল্লাহ অশেষ প্রতিভা দিয়েছেন তা কাজে লাগাতে হবে। তবেই তোমরা অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবে।”
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহিয়া আখতার তাঁর বক্তব্যে বলেন, “আমরা বিশ্ববিদ্যালয়গুলোতে যোগ্য গ্র্যাজুয়েট তৈরি করতে চাই, তবেই দেশ পরিচালনার জন্য যোগ্য নেতা গড়ে উঠবেন। ছাত্রদের সবচেয়ে বড় পরিচয় হলো তিনি ছাত্র, কোনো দলের নেতা কর্মী যেন আর না হয়। তিনি সিজেডএম-কে এই বৃত্তি প্রদান উদ্যোগের জন্য আন্তরিক ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে এমন উদ্যোগে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
সিজেডএম-এর প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোহাম্মদ আইয়ুব মিয়া বলেন, “সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট যাকাতের মাধ্যমে সমাজের দারিদ্র্য ও বৈষম্য দূর করতে কাজ করছে। এই বৃত্তি ছাত্র-ছাত্রীদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার উদ্দেশ্যে প্রদান করা হচ্ছে।” তিনি এ উদ্যোগে সহযোগিতাকারী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও দাতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে ০৯ জন দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে উন্নতমানের ল্যাপটপ প্রদান করা হয়। জিনিয়াস বৃত্তি কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের বৃত্তি ছাড়াও প্রণোদনা এবং দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ প্রদান করা হয়।
উল্লেখ্য, ২০১০ সাল থেকে সিজেডএম নিয়মিতভাবে এই বৃত্তি প্রদান করে আসছে। এ পর্যন্ত প্রায় ১৭,৫০০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে। বর্তমানে ৭,৮০০ শিক্ষার্থীর জন্য মাসিক ৪০০০ টাকা বৃত্তি চলমান রয়েছে। এ বছর সারাদেশে আরও ১,৮০০ শিক্ষার্থীকে এই কর্মসূচির আওতায় আনা হয়েছে।
মেসেঞ্জার/সাকিব/জেআরটি