ঢাকা,  রোববার
১৯ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

চবি মেডিকেল সেন্টারে কাউন্সেলিং ইউনিট চালু

চবি প্রতিনিধি

প্রকাশিত: ১২:৪৪, ১০ ডিসেম্বর ২০২৪

চবি মেডিকেল সেন্টারে কাউন্সেলিং ইউনিট চালু

ছবি : মেসেঞ্জার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) মেডিকেল সেন্টারে মনোবিজ্ঞান বিভাগের সহযোগিতায় (১০ ডিসেম্বর) ২০২৪ থেকে কাউন্সেলিং ইউনিট চালু হচ্ছে। রোববার থেকে বৃহস্পতিবার, সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নিবন্ধিতদের মধ্যে প্রতিদিন ৮ জনকে সেবা দেবেন প্রশিক্ষণপ্রাপ্ত মনোবিজ্ঞানীরা।

সোমবার (৯ ডিসেম্বর) সকালে চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার এই ইউনিটের উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান এবং উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন।

উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বলেন, "শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের উন্নয়নে এটি একটি সময়োপযোগী উদ্যোগ। এটি মানসিক ভারসাম্য বজায় রাখা, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং মানসিক স্থিতিশীলতা গড়ে তুলতে সহায়ক হবে। এ উদ্যোগ বিশ্ববিদ্যালয় পরিবারের সকলের জন্য ঝুঁকিমুক্ত জীবন নিশ্চিত করতে সহায়ক হবে।"

উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান বলেন, "এ ইউনিট আত্মহত্যা প্রতিরোধ, দুশ্চিন্তা মোকাবিলা এবং সচেতনতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখবে। উপ-উপাচার্য (প্রশাসন) একে শিক্ষার্থীদের মানসিক চাপ কমানোর একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করে ভবিষ্যতে এটিকে পূর্ণাঙ্গ কাউন্সেলিং সেন্টারে রূপান্তর করার অভিমত দেন।"

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মনোবিজ্ঞান বিভাগের সভাপতি ড. রুমানা আক্তার। এছাড়া মনোবিজ্ঞান বিভাগের শিক্ষক, সাবেক ও বর্তমান শিক্ষার্থী, চবি মেডিকেল সেন্টারের চীফ মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ আবু তৈয়বসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

চবিতে চালু হওয়া কাউন্সেলিং ইউনিট শিক্ষার্থীদের দুশ্চিন্তা, মানসিক চাপ, আত্মবিশ্বাসহীনতা ও আত্মহত্যা মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

মেসেঞ্জার/সাকিব/তারেক