ঢাকা,  বৃহস্পতিবার
২৯ মে ২০২৫

The Daily Messenger

নতুন উচ্চতায় এ প্রজন্মের জনপ্রিয় ব্যান্ড দল এডভার্ব

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৫:৩৩, ২২ সেপ্টেম্বর ২০২৩

আপডেট: ১৫:৩৯, ২২ সেপ্টেম্বর ২০২৩

নতুন উচ্চতায় এ প্রজন্মের জনপ্রিয় ব্যান্ড দল এডভার্ব

ছবি: টিডিএম

বাংলাদেশের ব্যান্ড সংগীতের জনপ্রিয়তা ৮০’র দশক থেকে শুরু করে আজও আকাশচুম্বী। উপমহাদেশে ব্যান্ড সংগীতের অনুপ্রেরণা হিসেবে এখনও অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে বাংলাদেশের ব্যন্ড সংগীত। এরই ধারাবাহিকতায় বাংলাদেশের ব্যান্ড মিউজিকে এ প্রজন্মে যে ব্যান্ডগুলো সাড়া ফেলেছে তাদের মধ্যে অন্যতম ব্যান্ড এডভার্ব (ADVERB) । এ ব্যান্ডের বর্তমান লাইন আপে রয়েছে সারত, লিংকন, রেক্স, সোহাগ ও তুহিন! 

একটা রক গানের দল করতে একটাই জিনিস দরকার। সেটা হলো অধ্যবসায় আর অপেক্ষা। ‘এডভার্ব’ নামের ব্যান্ড দলটির সদস্যদের সেই অধ্যবসায়ের পারদ তুঙ্গস্পর্শী। নিজেদের অ্যালবাম প্রকাশ, টেলিভিশন, রেডিও, মঞ্চ সবখানে পারফর্ম করে এখন আত্মবিশ্বাসে টইটম্বুর ‘এডভার্ব’। এবার দলটির দ্বিতীয় অ্যালবাম প্রকাশের পালা। সেই প্রস্তুতিও নিয়ে ফেলেছে বাংলাদেশের এ প্রজন্মের জনপ্রিয় রক ব্যান্ড দল এডভার্ব (ADVERB)।   

এরআগে চলতি বছরের ২৮ জুলাই এডভার্ব (ADVERB) এর প্রথম অ্যালবাম ‘পূর্বাপর’ (Pubapor) এর সবশেষ গান ‘পূর্বাপর’ (Purbapor) মিউজিক ভিডিও হিসেবে এ মুক্তি পেয়েছে। এছাড়াও এই অ্যালবামে রয়েছে "কতদূর", "অবসাদ", "কে তোমাকে বাসবে ভালো", "যেখানে যাচ্ছি থেমে", "বিদায়বেলা"র ৬ টি তুমুল জনপ্রিয় গান। এডভার্ব (ADVERB) এর প্রথম অ্যালবামের প্রত্যেকটি গানই দর্শক তুমুল আগ্রহের সঙ্গে গ্রহণ করেছে। গানগুলো  বিভিন্ন টেলিভিশন চ্যানেল, সোশ্যাল মিডিয়া, ইউটিউব, রেডিও, জিপি মিউজিক, গান অ্যাপসহ অসংখ্য প্ল্যাটফর্মে প্রচারিত হয়েছে। সেই সঙ্গে সব প্ল্যাটফর্মেই বেশ সাড়া ফেলেছে।

কথা হলো এডভার্ব (ADVERB) ব্যান্ডের ড্রামার সোহাগ এবং বেজিস্ট তুহিনের সঙ্গে। তারা জানান, দলটির ভোকাল হিসেবে নতুন যাত্রা শুরু করেছে নাইম ইমরান সারত। আর নতুন ভোকালকে নিয়ে ব্যান্ড অনেক প্রত্যাশী বলেও জানান তারা। অন্যদিকে এরই মধ্যে ভোকাল সারত’কে নিয়ে নতুন বেশ কয়েকটি গান তৈরির কাজ করছে এ রক ব্যান্ড দলটি। 

এছাড়া ২য় অ্যালবামে কয়টি গান থাকবে এ প্রসঙ্গে জানতে চাইলে ভোকাল সারত জানায় " আমরা বেশ কিছু গান তৈরি করছি। তবে আমরা এখনো সঠিক বলতে পারছি না নতুন অ্যালবামে কয়টি গান থাকবে এবং কোন গানগুলো থাকবে।" তবে গানগুলো দর্শক জনপ্রিয়তা পাবে বলে আশাবাদী এ গায়ক।

অন্যদিকে এডভার্ব (ADVERB) এর গিটারিস্ট লিংকন এবং রেক্স জানান, তারা অলরেডি দ্বিতীয় অ্যালবামের গানের লিরিকের পাশাপাশি সাউন্ড নিয়েও কাজ করছেন। বলেন,নতুন অ্যালবামে ভক্ত-অনুরাগিদের জন্য সাউন্ডে থাকবে অন্যরকম চমক। আর এখন থেকে নিয়মিত স্টেজ শো থাকবে বলেও জানান তারা। 
এছাড়া দেশের রক মিউজিককে আরও অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য সকল ব্যান্ড নিয়ে একসঙ্গে কাজ করার স্বপ্নও দেখেন এ ব্যান্ড দল  এডভার্ব (ADVERB)।

টিডিএম/এবি