
ছবি : সংগৃহীত
জনপ্রিয় অভিনেতা শ্যামল মাওলার জন্মদিন আজ। তার আসল নাম গোলাম মাওলা। ১৯৮৩ সালের ৮ নভেম্বর তিনি জন্মগ্রহন করেন রাজধানী ঢাকার শাহবাগে।
তার প্রথম স্কুল হলো ইস্কাটন গার্ডেন হাইস্কুল। পরবর্তীতে তিনি সিদ্ধেশ্বরী ডিগ্রি কলেজ থেকে উচ্চমাধ্যমিক শেষ করেন। বিশ্ববিদ্যালয়ে বর্তমানে মার্কেটিং এর উপর পড়াশুনা করছেন। বর্তমানে তিনি উত্তরা বসবাস করছেন। বিবাহীত জীবনে তার একমাত্র পুত্রসন্তান নাম শ্রেয়ন মাওলা।
তার একটাই প্রিয় কাজ অভিনয় করা। প্রথম অভিনীত নাটক রোদ বৃষ্টির। শ্যামল মাওলা বাংলা নাটকে খুব ভালো অবস্থান করতে পারেনি। তারপর অনেকদিন তিনি নাটকে কাজ করা থেকে বিরত থাকেন।
তিনি ফিরে আসেন ওয়েব সিরিজের মাধ্যমে। ২০১৮ সালের এপ্রিলে নির্মাতা সৈয়দ আহমেদ শাওকির ক্যাশ নামে একটি থ্রিলার ড্রামা দিয়ে ওটিটিতে নাম লেখান শ্যামল মাওলা।
মেসেঞ্জার/ফারদিন