
ছবি : সংগৃহীত
চলতি বছরের সেপ্টেম্বর মাসে বলিউডের ‘পাওয়ার কাপল’ খ্যাত তারকা দীপিকা-রণবীরের সংসারে নতুন অতিথি আসছে। মা-বাবা হতে যাচ্ছেন তারা। সম্প্রতি এমন খবরই সামনে আসে। এরপর থেকে শুরু হয় বিভিন্ন জল্পনা-কল্পনা।
বৃহস্পতিবার সকালে সেই জল্পনা-কল্পনার সত্যত্যা নিশ্চিত করেন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন দম্পতি।
দীপিকার ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ্যেমে জানায় ‘সেপ্টেম্বর ২০২৪’। ফলে স্বাভাবিকভাবেই জল্পনা-কল্পনা শুরু হয়েছে, এই পোস্টে দীপিকা সন্তান জন্মের সময়ও উল্লেখ করেছেন।
ইনস্টাগ্রাম পোস্টে বাচ্চার জামা, জুতো, টুপির ‘ইমোজি’ ও দিয়েছেন দীপিকা। সন্তান আসতে এখনো আট মাসের মতো বাকি। কিন্তু অপেক্ষা যেন সইছে না হবু মা দীপিকার। অনাগত সন্তানের নামও নাকি ঠিক করা হয়েছে।
রণবীর-দীপিকা দুজনেই বাচ্চা ভীষণ ভালোবাসেন এ কথা প্রায় কম-বেশি সবাই জানেন। এক সাক্ষাৎকারে দুজনেই বলেছিলেন, সন্তানের কথা ভাবছেন তারা।
দীপিকা এক সাক্ষাৎকারে বলেন, ‘রণবীর আর আমি শিশুদের খুব ভালোবাসি। পরিবারে এক অতুন অতিথির আসার অপেক্ষা করছি।‘
সরাসরি না বললেও আকার-ইঙ্গিতে দীপিকা বুঝিয়ে দিতে চেয়েছিলেন যে, খুব শিগগিরই তিনি সুখবর দিতে যাচ্ছেন। শুধু তাই নয়, রণবীর নাকি এরই মধ্যে সন্তানের নামও ঠিক করে ফেলেছেন।
দীপিকার মতোই মিষ্টি, আদুরে একটা মেয়ে চান রণবীর। নিজের মনের কথা জানিয়েছিলেন রণবীর। ছেলে অথবা মেয়ে, সন্তান হলে নাম রাখবেন শৌর্যবীর সিং।
কন্যা না কি পুত্র, রণবীর-দীপিকার ঘর আলো করে আসছে- তা জানার জন্য কয়েক মাস অপেক্ষা করতে হবে এ দম্পতির ভক্ত-অনুরাগীদের।
মেসেঞ্জার/আপেল