ঢাকা,  শনিবার
২৭ এপ্রিল ২০২৪

The Daily Messenger

ওসাকা এশিয়ান চলচ্চিত্র উৎসবে অমিতাভের ‘রিকশা গার্ল’

কামরুজ্জামান মিলু

প্রকাশিত: ১৪:৫১, ২ মার্চ ২০২৪

ওসাকা এশিয়ান চলচ্চিত্র উৎসবে অমিতাভের ‘রিকশা গার্ল’

ছবি : মেসেঞ্জার

জাপানের ওসাকা এশিয়ান ফিল্ম ফেস্টিভাল উদ্বোধন হয়েছে ১লা মার্চ । এবছরের বাংলাদেশি সিনেমা ‘রিকশা গার্ল’র সাবটাইটেল  সফলভাবে সম্পন্ন করেছে ২২ জন জাপানী ছাত্র। ওসাকা নাকায়োশিমা আর্ট মিউজিয়াম ১এফ হলে একটি সিম্পোজিয়ামও অনুষ্ঠিত হবে এটি (স্ক্রিনিং, বিনামূল্যে, প্রথম ১৩০ জন দর্শনার্থী দেখতে পাবেন)। সিনেমাটি নিয়ে কথা বলতে জাপানে পৌঁছে গেছেন পরিচালক অমিতাভ রেজা ও প্রযোজক আসাদুজ্জামান সকাল।

জানা যায়, ১ ও ২ মার্চ ছাড়াও জাপানের ওসাকায় রিকশা গার্ল এর স্ক্রিনিং হচ্ছে আগামী ৪ মার্চ সিনে রেবেল উমেদা সিনেমা হলে।

অমিতাভ রেজা ও প্রযোজক মোঃ আসাদুজামানের উপস্থিতিসহ অনুষ্ঠানটি ২রা মার্চ হবে। রিকশা গার্ল এর আগে ডজন খানেক উৎসবে দেখানো হয়েছে। জার্মান আর বেলজিয়ামে পুরস্কৃত হয়েছে। বাংলাদেশে আসছে এপ্রিল মাসে সিনেমাটা মুক্তি পাবে বাংলাদেশে।

প্রসঙ্গত, ছবিটির চিত্রনাট্য লিখেছেন নাসিফ ফারুক আমিন । নাইমা নামের এক কিশোরীর জীবনযুদ্ধকে ঘিরে আবর্তিত হয়েছে এর গল্প। জীবনের তাগিদ ও রিকশা পেইন্টিংয়ের প্রতি ভালোবাসার টানে মেয়েটি একসময় রিকশাচালক হিসেবে আবির্ভূত হয়। রিকশা গার্ল সিনেমায় অভিনয় করেছেন- নভেরা রহমান, অ্যালেন শুভ্র, নাসির উদ্দিন খান, চম্পাসহ অনেকে।

মেসেঞ্জার/শাহেদ

dwl
×
Nagad