ঢাকা,  সোমবার
১৬ সেপ্টেম্বর ২০২৪

The Daily Messenger

মুক্তির জন্য দুই সিনেমা নিয়ে প্রস্তুত বুবলী

মেসেঞ্জার বিনোদন

প্রকাশিত: ১৩:৫২, ৪ মার্চ ২০২৪

মুক্তির জন্য দুই সিনেমা নিয়ে প্রস্তুত বুবলী

শবনম বুবলী।ছবি সংগৃহীত

২০১৬ সালে ‘বসগিরি’ দিয়ে চলচ্চিত্রে পা রেখেছিলেন শবনম বুবলী। 

আসন্ন রোজার ঈদেও নতুন সিনেমা নিয়ে আসছেন বুবলী। প্রেক্ষাগৃহে মুক্তির জন্য দুই সিনেমা নিয়ে প্রস্তুত বুবলী। একটি মিশুক মনি পরিচালতি ‘দেয়ালের দেশ’, অন্যটি জসিম উদ্দিন জাকিরের ‘মায়া: দ্য লাভ’।

সরকারি অনুদানে দেয়ালের দেশ নির্মাণ করেছেন মিশুক মনি। এই সিনেমায় বুবলীর নায়ক শরিফুল রাজ।

দেয়ালের দেশ সিনেমা নিয়ে বুবলী বলেন, ‘গল্প পড়েই ভীষণ ভালো লেগেছিল। আমরা প্রায়ই বলি, ভিন্ন রকম গল্প, ভিন্ন ধরনের চরিত্র। কিন্তু অনেক সময় পর্দায় বিষয়টা পরিষ্কার বোঝা যায় না। ক্যারিয়ারের শুরু থেকে বাণিজ্যিক সিনেমার নায়িকা হিসেবে কাজ করেছি। আর এই সিনেমায় আমাকে নায়িকা নয়, চরিত্র হয়ে উঠতে হয়েছে আর সেটাকে বিশ্বাসযোগ্যও করতে হয়েছে।’

অন্যদিকে, প্রেমের গল্প নিয়ে জসিম উদ্দিন জাকির বানিয়েছেন মায়া: দ্য লাভ। এ সিনেমায় বুবলীর নায়ক তিনজন। আনিসুর রহমান মিলন, সাইমন সাদিক ও জিয়াউল রোশান। 

শুটিং শেষে এখন চলছে সিনেমাটির পোস্ট প্রডোকশনের কাজ। সিনেমাটি ঈদে মুক্তি দেওয়া প্রসঙ্গে নির্মাতা জসিম বলেন, ‘ঈদের সময় সিনেমা হলে দর্শক বেশি থাকে। তাই মায়: দ্য লাভ সিনেমাটি রোজার ঈদে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

মেসেঞ্জার/ফারিয়া

×
Nagad