ঢাকা,  বুধবার
১৮ সেপ্টেম্বর ২০২৪

The Daily Messenger

এবার ইন্ডিয়ান আইডলের ট্রফি জিতলেন কানপুরের বৈভব

Messenger Desk

প্রকাশিত: ১৪:৪৩, ৪ মার্চ ২০২৪

এবার ইন্ডিয়ান আইডলের ট্রফি জিতলেন কানপুরের বৈভব

বৈভব গুপ্ত। ছবি : সংগৃহীত

ভারতের জনপ্রিয় রিয়্যালিটি শো ইন্ডিয়ান আইডলের ১৪ নম্বর সিজনের তিন মাসের বেশি দীর্ঘ সফর শেষে গতকাল রোববার (৩র্মাচ) চ্যাম্পিয়নের ট্রফি উঠেছে কানপুরের বৈভব গুপ্তের হাতে। ইন্ডিয়ান আইডলের ট্রফির সঙ্গে ২৫ লাখ টাকা ও একটি মারুতি সুজুকি ব্রেজা গাড়ি উপহার হিসেবে পেয়েছেন বৈভব।

রোববার (৩র্মাচ) গ্র্যান্ড ফিনালেতে টপ সিক্সকে নিয়ে শুরু হয় অনুষ্ঠান।

চ্যাম্পিয়ন হওয়ার পর বৈভব জানান, এ ট্রফি জেতা তাঁর কাছে স্বপ্নের চেয়েও বেশি। তিনি বলেন, ‘আসলে আমি এত দূর আসতে পারব ভাবিনি। তবে যখন এসেছি, তখন একদিন আমার সেই স্বপ্নও পূরণ হবে বলে আসা রাখি।’

এবারের সিজনে বিচারকের দায়িত্বে ছিলেন শ্রেয়া ঘোষাল, বিশাল দাদলানি ও কুমার শানু। 
 

মেসেঞ্জার/ফারিয়া

×
Nagad