ঢাকা,  মঙ্গলবার
১৫ জুলাই ২০২৫

The Daily Messenger

অনুরূপ আইচের কথায় গাইলেন সোহাগ

আহসান হাবীব সুমন

প্রকাশিত: ১১:৩৯, ১৬ নভেম্বর ২০২২

আপডেট: ১৭:২১, ১৬ নভেম্বর ২০২২

অনুরূপ আইচের কথায় গাইলেন সোহাগ

নন্দিত গীতিকার ও নাট্যকার অনুরূপ আইচের কথায় এবার গাইলেন শূন্য দশকের (২০০০-২০১০ সাল) সুপারহিট গানগুলোর অন্যতম ‘লাল শাড়ি পরিয়া কন্যা’ খ্যাত গায়ক সোহাগ। তবে এবার আর বিরহের নয় বরং ভিন্নধর্মী গান করেছেন তিনি।

এ বিষয়ে ডেইলি মেসেজ্ঞার কে সোহাগ বলেন, অনুরুপ আইচ দাদার কথায় গানটি করতে পেরে আনন্দিত। বহুদিন পরে শ্রোতারা ব্যতিক্রম সোহাগকে পাবে। গানের কথা ও সুর একটু ব্যতিক্রম ভাবেই তৈরি করা হয়েছে। নতুন প্রজন্মের কথা মাথায় রেখেই আমাদের এই আয়োজন।

তিনি আরো বলেন, ‘মাইয়া অনেক জ্বালাইছিস আমারে, অনেক জ্বালাইছিস। মাইয়া অনেক কান্দাইছিস আমারে, অনেক কান্দাইছিস’ শিরোনামের গানটি দর্শক শ্রোতাদের মাঝে সাড়া ফেলবে বলে আমি আশাবাদী। অনেকটা বলতে গেলে ছ্যাকা খাওয়া গান বাদ দিয়ে এটাই প্রথম ছ্যাকা দেয়ার গান। যেটা তরুণ প্রজন্মের কাছে ভালো লাগবে। ডিসেম্বরের প্রথম সপ্তাহে সোহাগ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গানটি রিলিজ হবে।

এ বিষয়ে গীতিকার অনুরূপ আইচ বলেন, ‘সোহাগের মতো প্রতিভাবান শিল্পীর সঙ্গে কাজ করে বেশ ভালো লেগেছে, সোহাগও স্বাচ্ছন্দ্যবোধ করেছে। আমি আশাবাদী তার নতুন ধরনের গানটি নিয়ে। গানটিতে নতুন এক সোহাগকে পাবেন দর্শক শ্রোতারা।’

প্রসঙ্গত, ২০০৫ সালে বিচ্ছেদী ঘরানার ‘লাল শাড়ি পরিয়া কন্যা’ গানটি প্রকাশ পেয়েছিল সোহাগের একক ‘রক্ত আলতা পায়’ অ্যালবামে। সেই সময়ে সোহাগ আরও আলোচনায় আসেন আইয়ুব বাচ্চু, হাসান কিংবা শাফিন আহমেদের মতো রক তারকাদের সঙ্গে দ্বৈত অ্যালবাম প্রকাশের মাধ্যমে।

ডিএম/এএইচএস