ঢাকা,  শনিবার
২৭ জুলাই ২০২৪

The Daily Messenger

চলচ্চিত্রের সংকট নিয়ে আলোচনায় ১৯ সংগঠন

মেসেঞ্জার বিনোদন

প্রকাশিত: ০৯:৩৫, ২৩ মে ২০২৪

চলচ্চিত্রের সংকট নিয়ে আলোচনায় ১৯ সংগঠন

ছবি : সংগৃহীত

চলচ্চিত্রের চলমান বিভিন্ন সংকট নিয়ে বৈঠক করেছে চলচ্চিত্রের ১৯ সংগঠন। বুধবার (২২ মে) বিকেলে এফডিসিতে এ সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন সংগঠনের নেতারা। আলোচনার বিষয় ছিল হিন্দি সিনেমা আমদানির অনুমতি, স্টার সিনেপ্লেক্সে দেশীয় সিনেমার বণ্টনপ্রক্রিয়া, ঈদে সিনেমা মুক্তির প্রক্রিয়া ইত্যাদি। সভায় শিল্পী সমিতির নির্বাচনের ফলের বিরুদ্ধে নিপুণের করা আপিলের বিষয়টিও আলোচিত হয়।  

সভা শেষে ১৯ সংগঠনের পক্ষ থেকে প্রযোজক ইকবাল বলেন, ‘অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে বলিউডের একটি সিনেমা (মিস্টার অ্যান্ড মিসেস মাহি) আমদানির যে আবেদন করা হয়েছিল, তা অনুমোদন দেওয়া হয়নি। গত মিটিংয়েই সিদ্ধান্ত হয়েছিল এই প্রতিষ্ঠানকে সিনেমা আমদানির অনুমতি দেওয়া হবে না। তবে অন্য কোনো প্রতিষ্ঠান আবেদন করলে বিষয়টি বিবেচনা করবে সংগঠন। এ ছাড়া স্টার সিনেপ্লেক্সে দেশীয় সিনেমার বণ্টন নিয়ে যে বৈষম্য আছে, তা নিয়ে কথা বলার জন্য প্রযোজকদের নিয়ে আলাদা সভা ডাকা হবে।’

ঈদের সিনেমা নিয়ে ইকবাল বলেন, ‘গতবারের মতো এবারের ঈদে যেন ১০-১২টি সিনেমা মুক্তি না পায়, সে বিষয়ে চেষ্টা চলছে। প্রযোজকদের সঙ্গে আলোচনা করা হবে, যাতে ৪-৫টির বেশি সিনেমা মুক্তি না দেওয়া হয়।’

নিপুণ প্রসঙ্গে ইকবাল বলেন, ‘সমিতির নেতাদের নিয়ে মানহানিকর বক্তব্য দেওয়ায় নিপুণের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে। আলোচনায় বসার জন্য নিপুণ ও শিল্পী সমিতিকে চিঠি দেওয়া হবে। দুই পক্ষের আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান করার চেষ্টা করা হবে। তবে, নির্বাচনের বিষয়ে আমাদের কিছু বলার নেই। এটি এখন আদালতের বিষয়। আদালতের প্রতি আমাদের আস্থা রয়েছে।’

মেসেঞ্জার/আজিজ