ঢাকা,  মঙ্গলবার
২২ অক্টোবর ২০২৪

The Daily Messenger

এগারো দিনে রেকর্ড আয় কল্কির

শাহরিয়ার হোসেন সৌরভ

প্রকাশিত: ১৭:০৩, ৮ জুলাই ২০২৪

আপডেট: ১৮:৫৪, ৮ জুলাই ২০২৪

এগারো দিনে রেকর্ড আয় কল্কির

ছবি : সংগৃহীত

প্রভাষ-দিপিকা জুটির নির্মিত ভারতের সবচেয়ে ব্যয়বহুল সাইন্স ফিকশন সিনেমাকল্কি-২৮৯৮ এডিমুক্তির প্রথম এগারো দিনের মধ্যেই প্রায় ৮০০ কোটি রুপির ব্যবস্যা করে।

এর মধ্যে শুধু ভারতে আয় করেছে প্রায় ৫০৬ কোটি রুপি। দেশের বাইরে আয় হয়েছে ৮০০ কোটি রুপি। সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি প্রায় ২৭ জুন।

সিনেমাটি মহাভারতের কাহিনী অবলম্বনে নির্মিত। বিজ্ঞান এবং হিন্দু পুরাণের সমন্বয়ে করা হয় সিনেমাটির প্লট।

নাগ অশ্বিন পরিচালিত এ সিনেমায় সহশিল্পী হিসেবে রয়েছেন অমিতাভ বচ্চন, কমল হাসান, দীপিকা পাড়ুকোন, দিশা পাটানির মতো শিল্পীরা।

কল্কি সিনেমাটি মোট ছয়টি ভাষায় হলগুলোতে মুক্তি পায়। এখন ওটিটি প্লাটফর্মগুলোতেও দর্শকরা দেখতে পাবে বিগ বাজেটের এই সাইন্স ফিকশন সিনেমাটি।

সিনেমার গল্প, সিনেম্যাটিক প্রদর্শন এবং গুণী শিল্পীদের অভিনয় দর্শকদের নজর কাড়ে। সিনেমাটিতে গ্রাফিক্স ভিএফএক্সের উপর বেশ জোর দেয়া হয়েছে।

এই সিনেমার সেট ডিজাইন আলোর ব্যবহার শিক্ষণীয় হতে পারে অন্যান্য চলচিত্র নির্মাতাদের জন্য শিক্ষনীয়।

শেষ পর্যন্ত বলা যায়, অনেক আশা নিরাশার প্রেক্ষাপটে তৈরিকল্কি ২৮৯৮ এডিছবিটি দর্শকদের অন্য রকম এক অভিজ্ঞতার সাক্ষী করতে পারে। ছবির শেষে সেই প্রতিশ্রুতিই নজরে পড়ে।

সিনেমার পরিচালক অশ্বিন বলেন, প্রচুর অ্যাকশন এবং ব্যাকস্টোরি রয়েছে, যা এখনও দেখানো হয়নি সেগুলিই সিক্যুয়ালে থাকবে। আমাদের এখনও অনেক শুটিং বাকি আছে। এমনকি নতুন চরিত্রের জন্য কাস্টিং বাকি রয়েছে বলে জানিয়েছেন পরিচালক।

মেসেঞ্জার/সৌরভ