ঢাকা,  শনিবার
২৭ জুলাই ২০২৪

The Daily Messenger

ফেডারেশন অব বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েসন ইন পোল্যান্ড’র মতবিনিময় সভা

ইকবাল মোহাম্মদ জাফর, ইউরোপ প্রতিনিধি

প্রকাশিত: ২৩:০০, ১১ ফেব্রুয়ারি ২০২৪

ফেডারেশন অব বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েসন ইন পোল্যান্ড’র মতবিনিময় সভা

ছবি: ডেইলি মেসেঞ্জার

পোল্যান্ডের রাজধানী শহর ওয়ারশো' হোটেল গ্ৰিন গার্ডেনের সেমিনার কক্ষে শনিবার (১০ ফেব্রুয়ারি) ফেডারেশন অব বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশন ইন পোল্যান্ডের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কুরআন তেলওয়াত, পোল্যান্ড বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে সভা অনুষ্ঠিত হয়।

শেখ এরশাদুর রহমানের সভাপতিত্বে এবং মাসুদুর রহমান তুহিন দেলোয়ার হোসেনের অপুর সঞ্চালনায় এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় ব্যবসায়ীরা তাদের বিভিন্ন সমস্যা সম্ভাবনার কথা তুলে ধরার পাশাপাশি আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে বিশদভাবে আলোচনা করেন।

ছাড়া পোল্যন্ডের বাংলাদেশ দূতাবাসে কমার্শিয়াল উইং স্থাপন, এবং বাংলাদেশে পোল্যন্ডের দূতাবাস স্থাপন সহ বাংলাদেশ থেকে পণ্য আমদানি সহজীকরণের বিষয়ে বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।

ব্যবসায়ীরা বলেন, আমরা পোল্যান্ডের বিভিন্ন শহরে পাঁচ শতাধিক ব্যবসায়ীদের ছোট বড় মিলিয়ে প্রায় এক হাজারের উপর ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, এসকল প্রতিষ্ঠানে দশ হাজারের উপর বাংলাদেশিরা কর্মরত আছেন, প্রতিমাসে মিনিমাম শতকোটি টাকার বেশি বাংলাদেশে রেমিট্যান্স প্রেরণ করে বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছি। আমরা আশা করি বাংলাদেশ সরকার এই বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে পোল্যান্ডের বাংলাদেশ দূতাবাসে কমার্শিয়াল উইং স্থাপন সহ কুটনৈতিক তৎপরতার মাধ্যমে বাংলাদেশে পোল্যন্ডের দূতাবাস স্থাপনের বিষয়ে পোল্যান্ড সরকারকে অবহিত করবেন।

ব্যবসায়ীদের মধ্যে বক্তব্য রাখেন, মমিনুল হক, হাসান আব্দুল কাইয়ুম, সিদ্দিকুর রহমান, শরীফ আহমেদ, শাজাহান সরকার, মো. সোহেল, আশরাফুল ইসলাম, নাজমুল হাসান, ইকবাল হোসেন, হামিদুল ইসলাম চৌধুরী মুরাদ, নওশাদ বাবু, মো. মিলন, আফজাল হোসেন, মো. পারভেজ, আবিদ পারভেজ, সাইফুল ইসলাম মিনাল,সাইদুর রহমান সায়েম, দাশ সজল, আনোয়ার জাহিদ খান, জিয়াউল হক জিয়া, শাহিন মন্ডল, শাফায়েত হোসেন, জাহিদ মুরাদ, আনিসুর রহমান, আরিফ হোসেন, মুকুল হোসেন, শফিকুল ইসলাম মন্ডল, ঈসমাইল হোসেন, আমিনুল ইসলাম অভি, মুক্তার হোসাইনসহ আরও অনেকে।

ছাড়া প্রায় দেড় শতাধিক ব্যবসায়ী মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভা শেষে আগামী দুই সপ্তাহের মধ্যে পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করার লক্ষ্যে ১১ সদস্য বিশিষ্ট একটি প্রস্তুতি কমিটি গঠন করা হয়।

পরিশেষে নৈশভোজের মাধ্যমে মতবিনিময় সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

মেসেঞ্জার/জাফর/হাওলাদার