ঢাকা,  শনিবার
২৭ জুলাই ২০২৪

The Daily Messenger

ফ্রান্সে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত

ইকবাল মোহাম্মদ জাফর, ইউরোপ প্রতিনিধি

প্রকাশিত: ২২:৫৫, ২৬ ফেব্রুয়ারি ২০২৪

ফ্রান্সে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত

ছবি: ডেইলি মেসেঞ্জার

প্যারিস-বাংলা প্রেসক্লাবের আয়োজনে গত রোববার (২৫ ফেব্রুয়ারি) রাজধানী প্যারিসের পার্শ্ববর্তী লা-কোর্নভের দেশী অটো ইকুলের সেমিনার কক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন প্রবাসে বাংলা ভাষার চর্চা বাড়ানোয় করণীয় সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

প্যারিস-বাংলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এবং ডিবিসি নিউজের ফ্রান্স দ্য ডেইলি মেসেঞ্জার পত্রিকার ইউরোপ প্রতিনিধি ইকবাল মোহাম্মদ জাফর' সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাসেল আহমেদের সঞ্চালনায় আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন, প্রবাসের আলো পত্রিকার সম্পাদক সিনিয়র সাংবাদিক অধ্যপক অপু আলম, আই ওয়ান টিভি ইউকে' ফ্রান্স প্রতিনিধি এনায়েত হোসেন সোহেল, সময় টিভির ফ্রান্স প্রতিনিধি লুৎফর রহমান বাবু, বাংলাদেশ প্রতিদিনের ফ্রান্স প্রতিনিধি মোসাদ্দেক হোসেন সাইফুল, প্যারিস-বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাসেল আহমেদ, মাই টিভির ফ্রান্স প্রতিনিধি বাদল পাল, সাংবাদিক ইয়াকুব আলী প্রধান, হাফিজুর রহমান এবং রাজু আহমেদ।

সভাপতি ইকবাল মোহাম্মদ জাফর তার সমাপনী বক্তব্যে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, মূলত ভাষা আন্দোলনের মাধ্যমেই স্বাধীনতার বীজ রোপিত হয়েছিল যার ফলপ্রেক্ষিতে

আমরা পেয়েছিলাম একটি স্বাধীন ভূখণ্ড এবং লাল সবুজের পতাকা।

এছাড়া প্রবাসের বাংলা ভাষা চর্চার উপর গুরুত্ব আরোপ করে বলেন, প্রবাসে বেড়ে উঠা নতুন প্রজন্মকে বাংলা ভাষায় উদ্বুদ্ধ করতে হবে আর এজন্য সাংবাদিক সমাজকে এগিয়ে এসে সামনে থেকে নেতৃত্ব দিয়ে অগ্রনী ভূমিকা পালন করতে হবে।

মেসেঞ্জার/হাওলাদার