ঢাকা,  শনিবার
২৭ জুলাই ২০২৪

The Daily Messenger

মালয়েশিয়া কাজ না পেয়ে হতাশায় মৃত্যু প্রবাসীর

বাপ্পী কুমার দাস, মালয়েশিয়া

প্রকাশিত: ১০:০০, ২ মার্চ ২০২৪

মালয়েশিয়া কাজ না পেয়ে হতাশায় মৃত্যু প্রবাসীর

ছবি: মেসেঞ্জার

পাঁচ লাখ খরচ করে মালয়েশিয়া যাওয়া কর্মীদের দেখার কেই নাই। দীর্ঘ ৭ মাস ৮ মাস কাজ নেই এমন হাজার হাজার কর্মী মানুষিক দুশ্চিন্তায় নানা রোগে আক্রান্ত হলেও চিকিৎসার নেই তেমন কোন ব্যবস্তা। বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন অনেকে তাদের মধো পাবনার শফিকুল ইসলাম (৩৩) নামের এই ব্যাক্তি মালয়েশিয়া যাওয়ার ছয় মাসেও পায়নি কোন কাজ, অভিযোক আছে কোম্পানি ভিসা করে দেয়নি।

হতাশায় শফিকুল ইসলাম দেশে ফিরার সিধান্ত নেয় বাংলাদেশ হাইকমিশন থেকে টিপি নেন, তবে ৫ লাখ টাকা খরচ করে ফিরতে হচ্ছে লাশ হয়ে। গত শুক্রবার ঘুমের ঘরে মৃত্যু হয় তার। মৃত্যু আগে তার সহ কর্মীরা দূতাবাসের সহযোগীতা চেয়েও ব্যর্থতা হয়।

একই কোম্পানিতে ২৮০  জনের অবস্থা কে কখন অসুস্থ হয়ে মারা যাবে বলা মুশকিল বলে জানান এক ভুক্তিভগি।

সেলাঙ্গার মানব পাচার বিরোধী কাউন্সিলর সদস্য আজিজ ইসমাইল এ বিষয় দুই দেশে সংশ্লিষ্ট ব্যাক্তিদের সাথে যোগাযোগ করলেও মেলেনি ভালো ফল।

এদিকে আটকে পড়া কর্মীরা পাসর্পোট চাইলে তাদের উপর নেমে আসে ধন্ধকার ছায়া, মারধর করা হয় তাদের।

ভুক্তভোগীদের সাথে কথা বলে জানা যায় মারধর কাজের সাথে জড়িত অনেক বাংলাদেশীও আছে।

মেসেঞ্জার/ফারদিন