ঢাকা,  শনিবার
২৭ জুলাই ২০২৪

The Daily Messenger

আমিরাতের জলসীমায় পৌঁছেছে এমভি আবদুল্লাহ

ইউএই প্রতিনিধি

প্রকাশিত: ০৮:৩৮, ২১ এপ্রিল ২০২৪

আমিরাতের জলসীমায় পৌঁছেছে এমভি আবদুল্লাহ

ছবি : সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের জলসীমায় এসে পৌঁছেছে সোমালীয় জলদস্যুদের কবল থেকে মুক্তি পাওয়া বাংলাদেশি পণ্যবাহী জাহাজ এমভি আবদুল্লাহ। শনিবার (২০ এপ্রিল) সন্ধ্যায় জাহাজটি আমিরাতের জলসীমায় প্রবেশ করে। দেশটির আবহাওয়া ও সবকিছু ঠিকঠাক থাকলে রোববার (২১ এপ্রিল) বিকেল পর্যন্ত জাহাজটি আমিরাতের উপকূলিয় ফুজাইরা হয়ে আল–হামরিয়া বন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

ইতোপূর্বে বাংলাদেশি কেএসআরএম গ্রুপের পণ্যবাহী জাহাজ এমভি আবদুল্লাহ গত ১২ মার্চ মোজাম্বিক থেকে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্য রওয়ানা করে। পথিমধ্যে ভারত মহাসাগরে ২৩ জন নাবিকসহ সোমালীয় জলদস্যুদের কবলে পড়ে। গত ১৩ এপ্রিল মুক্তিপণ দিয়ে ১ মাস ২ দিন পর জিম্মিদশা থেকে মুক্ত হয় জাহাজটি। তবে কি পরিমাণ অর্থ মুক্তিপন দেওয়া হয়েছে এ বিষয়ে এখনো কোন মন্তব্য করেননি জাহাজ মালিক কর্তৃপক্ষ।

কেএসআরএম কর্তৃপক্ষের সূত্রে জানা গেছে, সবকিছু ঠিকঠাক থাকলে আগামি সোমবার জাহাজটিতে থাকা কয়লা খালাসের পরে এমভি আবদুল্লাহ'র ২১ জন নাবিকসহ পুনরায় দেশে ফিরে যাবে। এবং দু’জন নাবিক বিমানে দেশে ফেরার কথা রয়েছে।

মেসেঞ্জার/দিশা