
ছবি: মেসেঞ্জার
সংযুক্ত আরব আমিরাতের উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদের মেয়ে শেখা মাহরা তার প্রথম সন্তানের জন্ম দিয়েছেন। বুধবার (১লা মে) শেখ মানা আল মাকতুম ও শেখা মাহরা দম্পতির কোল আলোকিত করে আসে রাজ পরিবারের নতুন সদস্য।
বৃহস্পতিবার (২ মে) শেখা মাহরা তার ইনস্টাগ্রামে একটি গল্প শেয়ার করেন, সেখানে তিনি নিশ্চিত করেছেন যে তিনি একটি সুস্থ কন্যা সন্তানের জন্ম দিয়েছেন এবং ক্যাপশনে তিনি "বুধবার ১ লা মে" তারিখকে চিহ্নিত করেছেন।
উল্লেখ্য, গত বছরের এপ্রিলে শেখা মাহরা ও শেখ মানা আল মাকতুমকে বিবাহ বন্দনে আবদ্ধ হয়। যা দুবাই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের জাবিল হলে একটি রাজকীয় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে দুবাইয়ে রাজপরিবার। যেখানে সংযুক্ত আরব আমিরাতের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মেসেঞ্জার/আশরাফুল/ফারদিন