
ছবি : মেসেঞ্জার
মালয়েশিয়ার ইমিগ্রেশন ডিপার্টমেন্ট (১৬ মে) এ কুয়ালালামপুরের জালান সুলতান ইসমাইল এলাকায় একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করেছে। ইমিগ্রেশনের দেওয়া তথ্য অনুযায়ী সন্ধ্যা ৭.০২ মিনিটে শুরু হওয়া এই অভিযানে গোয়েন্দা ও বিশেষ অভিযান বিভাগ, ইমিগ্রেশন হেডকোয়ার্টার পুত্রজায়া থেকে বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা অংশগ্রহণ করে। ইমিগ্রেশনের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে ব্যার্থ হয় তারা।
মোট আট বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে এ অভিযানে। গ্রেপ্তারকৃতদের মধ্যে ৩৩ বছর বয়সী দুই বাংলাদেশী যারা মানবপাচারের সাথে জড়িত বলে ধারণা করা হয়েছে, যাদের মালয়েশিয়াতে বৈধ কর্মী ভিসা আছে। এবং পাঁচজন অবৈধ বাংলাদেশী যারা বিভিন্ন দেশ ঘুরে মালয়েশিয়ায় প্রবেশ করেছে ভিজিট ভিসায়। গ্রেপ্তারকৃত সকল বিদেশী নাগরিকের বয়স ২১ থেকে ৩৮ বছরের মধ্যে। এছাড়াও ১ জন ড্রাইভার রয়েছে।
এ সময় অপারেশন টিম বাংলাদেশী পাসপোর্টের ১০ টি কপি, মোবাইল ফোনের তিনটি ইউনিট, নগদ ৫০০.০০ আর এম এবং একটি পেরোডুয়া মাইভি টাইপ গাড়ি বাজেয়াপ্ত করেছে যা অবৈধ অভিবাসীদের পরিবহনের জন্য কাজে লাগানো হয়।
মেসেঞ্জার/দিশা