ঢাকা,  মঙ্গলবার
২২ অক্টোবর ২০২৪

The Daily Messenger

মালয়েশিয়ায় ইমিগ্রেশনের অভিযান গ্রেফতার ২৭

মালয়েশিয়া প্রতিনিধি

প্রকাশিত: ০৯:৪৬, ৩০ মে ২০২৪

মালয়েশিয়ায় ইমিগ্রেশনের অভিযান গ্রেফতার ২৭

ছবি : মেসেঞ্জার

মালয়েশিয়ার জোহর রাজ্যে দেশটির  ইমিগ্রেশন বিভাগ জোহর জুড়ে, বিশেষ করে জোহর বাহরুর চারপাশে অবৈধভাবে বসবাস করা অভিবাসী কর্মীদের গ্রেফতার করা অভিযান জোরদার করে চলেছে।

গত ২৮ মে থেকে ২৯ মে পর্যন্ত বিভিন্ন স্থানে অপারেশনে মোট ২১ টি অভিযান পরিচালনা করেন। 

অনেক স্থানে বৈধ পাস/পারমিট ছাড়াই বেশ কিছু বিদেশি কাজ করছে বলে অভিযোগ করেন স্থানীয় নাগরিকরা তাদের অভিযোগের ভিত্তিতে এ সকল অভিযান পরিচালনা করা হয় বলে জানান ইমিগ্রেশন কতৃপক্ষ। 

অভিযানে মোট ১৩১ জন বিদেশী ও স্থানীয় নাগরিককে পরীক্ষা করা হয়। বিভিন্ন অপরাধের জন্য ২৭ জনকে গ্রেফতার করা হয়।

আটককৃতরা হলেন মায়ানমারের একজন পুরুষ ও ৭ জন নারী, ইন্দোনেশিয়ার ১২ জন পুরুষ ও একজন নারী, ২ জন পাকিস্তানি, একজন পুরুষ ও একজন ফিলিপাইনের একজন নারী, একজন ভারতীয় পুরুষ ও একজন বাংলাদেশী, যাদের প্রত্যেকের বয়স ২২ বছরের মধ্যে ৫৩ বছরের মধ্যে। 

আটককৃত সকল বিদেশীকে ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩ এর রেগুলেশন ৩৯(বি) এর অধীনে অপরাধ করেছে যা
দেশটির শ্রম আইন অনুযায়ী বিচার করা হবে।

মেসেঞ্জার/বাপ্পী/আজিজ