ঢাকা,  মঙ্গলবার
২২ অক্টোবর ২০২৪

The Daily Messenger

বাংলাদেশের সাথে কাজ করতে ইচ্ছুক অস্ট্রেলিয়া বিজনেস কাউন্সিল

অস্ট্রেলিয়া প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৪১, ৬ জুন ২০২৪

বাংলাদেশের সাথে কাজ করতে ইচ্ছুক অস্ট্রেলিয়া বিজনেস কাউন্সিল

ছবি : মেসেঞ্জার

গত বুধবার ( জুন) সন্ধ্যায় অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরাম (এবিবিএফ) তাদের নিজস্ব কার্যালয় সিডনির এরিকা লেন মিন্টুতে অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস কাউন্সিল অস্ট্রেলিয়া বাংলাদেশ উইমেন্স চেম্বার এন্ড কমার্স এর সাথে এক বৈঠকে মিলিত হয়।

ফোরামের সভাপতি আব্দুল খান রতনের সভাপতিত্বে এই বৈঠকে সিডনিতে আগামী অক্টোবর দুই দিনব্যাপী আয়োজিত ট্রেড ফেয়ার (অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস এক্সপো সিডনি অস্ট্রেলিয়া ২০২৪) সফল ভাবে সম্পন্ন করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনা শেষে উভয় পক্ষ পারস্পরিক সহয়তার হাত বাড়িয়ে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধি দলে ছিলেন সংগঠনের সভাপতি ফয়েজ দেওয়ান, সাধারণ সম্পাদক মোহতাসিম বিল্লাহ, যুগ্ম সাধারন সম্পাদক সাজেদা আখতার সানজিদা, যুগ্ম সাধারন সম্পাদক লিটন বাউল, নির্বাহী কমিটির সদস্য সৈয়দ মাহবুব মোর্শেদ হেমা জোয়ারদার।

অস্ট্রেলিয়া বাংলাদেশ উইমেন্স চেম্বার এন্ড কমার্স এর সভাপতি নাজিয়া মাহমুদও উপস্থিত ছিলেন।

এছাড়া এবিবিএফ এর কার্যকরী পরিষদের উপদেষ্টা পরিষদের সদস্য শাহে জামান টিটু গন্যান্য সদস্যরা বৈঠকে উপস্থিত ছিলেন।

মেসেঞ্জার/নাইম/আপেল